সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ০৯:৫৮:৩৪

‘সুলতান’-এর সেটে ব্যথায় অজ্ঞান রণদীপ হুদা, হাসপাতালে ভর্তি

‘সুলতান’-এর সেটে ব্যথায় অজ্ঞান রণদীপ হুদা, হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক : শ্যুটিং চলাকালীনই ভয়ানক পেটের ব্যথায় অজ্ঞান হয়ে গেলেন অভিনেতা রণদীপ হুদা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‍সকরা তাকে অস্ত্রোপচার করার পরামর্শ দেন।

ঘটনাটি ঘটেছে গত কাল রবিবার সালমান খানের পরবর্তী ছবি সুলতান-এর সেটে। ক' দিন ধরেই পেটে ব্যথা অনুভব করছিলেন রণদীপ। তবে তাতে বিশেষ পাত্তা না দিয়ে ক্রমাগত শ্যুটিং এবং আসন্ন ছবি 'সরবজিত্‍'-এর প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু রবিবার শ্যুটিংয়ের সময় হঠাত্‍ ব্যথা ভীষণ বেড়ে যায়। তিনি সেটেই অজ্ঞান হয়ে যান।

সেখান থেকে তাকে দ্রুত দিল্লিতে ফরটিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষার পর চিকিত্‍সকরা তাকে জানান, এটি অ্যাপেন্ডিক্সের ব্যথা। তবে এটা কোনো ভাবেই ফেলে রাখা যাবে না। দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। আজ সোমবারই ফরটিস হাসপাতালে তার অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হবে বলে জানা গিয়েছে। সুলতান ছবিতে সালমানের প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করছেন রণদীপ। এর মধ্যেই বহু সিনেমায় তুখোড় অভিনয়ের সুবাদে বলিউডের সেরাদের সারিতেই তাকে বসানো হয়।
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে