সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ১০:৪২:৪০

বলতে পারেন, শাহরুখের ‘ফ্যান’ দেখে সেরা উক্তি কে দিলেন?

বলতে পারেন, শাহরুখের ‘ফ্যান’ দেখে সেরা উক্তি কে দিলেন?

বিনোদন ডেস্ক : সদ্য মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘ফ্যান’। গোটা দেশ থেকেই পজিটিভ কমপ্লিমেন্ট (সেরা উক্তি) পাচ্ছেন বাদশা। সকলেই তার অভিনয় দেখে মুগ্ধ। কিন্তু সবচেয়ে বড় কমপ্লিমেন্ট নায়ক পেলেন তার ছোট ছেলের কাছ থেকে। ‘ফ্যান’ দেখার পর আব্রামের রিঅ্যাকশন দেখে মুগ্ধ শাহরুখ নিজেই।

ছবিটি দেখতে দেখতে খুদে আব্রাম তুমুল হাততালি দিতে থাকে। তার পর সে পর্দার দিকে তাকিয়ে বলে ওঠে, ‘ওই দেখো দু’টো পাপা।’ গোটা ছবিটা দেখে তার প্রতিক্রিয়া, ‘কত পাপা।’ শাহরুখ নিজেও স্বীকার করেছেন, ছবির ক্লাইম্যাক্সে গিয়ে বেশ ঘাবড়ে যায় আব্রাম। তবে গোটা ছবিটা যে ও একটানা বসে দেখেছে, আর এনজয় করেছে তাতেই খুশি নায়ক।
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে