বিনোদন ডেস্ক : পহেলা বৈশাখে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ছিল নানা আয়োজন। সেখানে শিল্পী সমিতির অনুষ্ঠানে অংশ নেয়ার পর অভিনেত্রী নাসরিন অভিযোগ করে জানান, শিল্পী সমিতির অনুষ্ঠানে তাকে ডেকে নিয়ে অপমান করা হয়েছে।
তিনি বলেন, আমাকে ডেকে নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন অমিত হাসান। স্বামী-সন্তানের সামনে আমাকে তিনি অপমান করেছেন।
এ প্রসঙ্গে অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, নাসরিন স্টেজে হঠাৎ এসে মাইক্রোফোন কেড়ে নিয়ে নানা ধরনের অকথ্য বলা শুরু করাতে আমি তাকে স্টেজ থেকে নেমে যাওয়ার কথা বলি। আমি তাকে শাসন করেছি মাত্র। আমি চাইনি তার কারণে শিল্পী সমিতি সবার সামনে ছোট হোক। তার এ ধরনের আচরণ আমাদের কারও কাম্য ছিল না। সমিতির স্বার্থে তাকে শাসন করা হয়েছে। তবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়ার ব্যাপারটি ঠিক না।
উল্লেখ্য, বর্ষবরণের দিন চলচ্চিত্র শিল্পী সমিতি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিএফডিসির সাউন্ড কমপ্লেক্সের সামনে নির্মিত মঞ্চে চলচ্চিত্র শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের এ আয়োজন করে।-এমজমিন
১৯এপ্রিল২০১৬/এমটিনিউজ২৪.কম/এএম