বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরে কানাঘুষো চলছে টিনসেলে। বাবা হতে চলেছেন শাহিদ কাপুর। ‘উড়তা পাঞ্জাব’র প্রচারে সব জল্পনার অবসান ঘটিয়ে দিলেন নায়ক। জানালেন, ‘বাবা হতে চলেছি আমি’।
ল্যাকমে ফ্যাশন ফ্লোর থেকে শুরু হয়ে বলিপাড়ার আকাশে-বাতাসে এখন ঘুর পাক খাচ্ছে মীরার প্রেগন্যান্সির খবর। ল্যাকমে ফ্যাশনে ফ্রেমবন্দি হয়েছেন দু’বান্ধবী মীরা-মাসাবা। সেই ছবিই ইনস্টাগামে হ্যান্ডেলে ঝুলিয়েছেন ডিজাইনার। তবে ছবি নয়, মাসাবার সেই ক্যাপশন ছড়িয়েছে জল্পনা।
মীরা-শাহিদের ঘনিষ্ঠ মহলও বলছে খবরটা সত্যি। একধাপ এগিয়ে তাঁরা বলেন, দু’মাসের প্রেগন্যান্ট মীরা। বাবা হওয়ার খবরে এবার মুখ খুললেন শাহিদ। জানিয়ে দিলেন, ‘বাবা হতে চলেছি আমি’। কিন্তু এটা সত্যি নাকি ফান তার উত্তর দেবে সময়।-কোলকাতা
১৯এপ্রিল২০১৬/এমটিনিউজ২৪.কম/এএম