বিনোদন ডেস্ক: বলিউডের কিং খান খ্যাত তারকা শাহরুখ খান ২৫ বছরের ক্যারিয়ারে পাঁচশতাধিক পুরস্কার জিতেছেন তিনি। কিন্তু সদ্য মুক্তি পাওয়া তার ‘ফ্যান’ ছবির জন্য পুরস্কার না পেলে সেটি ছিনিয়ে নিবেন বলে জানালেন এই তারকা।
সম্প্রতি ইন্ডিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫০ বছর বয়সী এই অভিনেতা বলেছেন, ‘এ ছবিতে আমার চরিত্রের জন্য এবার পুরস্কার না পেলে পুরস্কার ছিনিয়ে নেবো। যদি সেটাও না পারি তবে কেঁদে দেবো।’
এখন পর্যন্ত মুক্তির পর থেকে বক্স অফিসে ভালো প্রতিক্রিয়া পাচ্ছে। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘ফ্যান’ গেল ১৫ এপ্রিল মুক্তির প্রথম দিনে ১৯ কোটি ২০ লাখ রুপি আয় করেছে। এখন পর্যন্ত এটি আয় করেছে ৫২ কোটি ৩৫ লাখ রুপি। ১০৫ কোটি রুপি বাজেটে তৈরি হয়েছে ছবিটি।-এইবেলা
১৯এপ্রিল২০১৬/এমটিনিউজ২৪.কম/এএম