বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের এক সময়ে জনপ্রিয় অভিনেতা রিয়াজ দুর্ঘটনার শিকার হয়েছেন বলে একটা গুজব গতকাল বেশ কিছু অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা জানতে গিয়ে দেখা গেল সংবাদটি পুরোপুরি অসত্য ও গুজব। রিয়াজ কোনো ধরনের দুর্ঘটনার শিকার হননি। তিনি সুস্থ আছেন এবং বর্তমানে শূটিং করছেন।
জানতে চাইলে রিয়াজ বলেন, এ ধরনের সংবাদ কারা ছড়ায় তা আমি জানি না। মানুষের মৃত্যু বা দুঃখজনক ঘটনা নিয়ে এ ধরনের সংবাদ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না। প্রায়ই শুনি অমুক মৃত্যুবরণ করছে, অমুক দুর্ঘটনার শিকার হয়েছে অথচ পরে দেখা যায় ঐ ব্যক্তি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। এ ধরনের অসত্য সংবাদ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা এক ধরনের অপরাধও বটে। কারণ যেসব মানুষ ঐ ব্যক্তির ভক্ত তারা এ সংবাদ শুনে মর্মাহত ও শোকাতুর হন। এতে তাদের মানসিক চাপও পড়ে। ক্ষতির আশঙ্কাও থাকে। তাই আমি অনুরোধ করবো, এ ধরনের অসত্য সংবাদ ছড়ানো থেকে সবাই বিরত থাকবেন।
এর আগেও অভিনেতা নিয়ে এমন গুজব ছড়াতে দেখা যায় বেশ কিছু অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেশ কিছুদিন আগে মিঠুন চক্রবর্তি মারা গেছেন বলে গুজব ছড়ানো হয়। পরে গিয়ে দেখা যায় তিনি মুম্বাইতে সুস্থ ও স্বাভাবিক আছেন।
১৯ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস