মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ০৯:৪৩:৩৭

২০ বছর পর পাগল সেই ভক্তের স্বপ্নটি পুরণ করলেন জেমস

২০ বছর পর পাগল সেই ভক্তের স্বপ্নটি পুরণ করলেন জেমস

বিনোদন ডেস্ক : তারকাদের প্রাণ ভ্রোমরা দর্শক ও শ্রোতা। এই দর্শক শ্রোতা তথা ভক্ত অনুরাগিরা না থাকলে কেউই তারকাখ্যাতি হতে পারতেন না। তাই যেন ভক্তদের সাথে তারকাদের প্রেম আজন্মের। এরমধ্যে পাগল ও নাছোরবান্দা ভক্তও থাকে অনেক। যাকে বলে একদমই একনিষ্ঠ ভক্ত।

তেমনই এক ভক্ত রয়েছে দেশের প্রখ্যাত ব্যান্ড তারকা জেমসের। এই ভক্তের বাড়ি কিশোরগঞ্জ। নাম প্রিন্স মোহাম্মদ। বিশ বছর ধরে এই পাগল ভক্ত লেগে আছে জেমসের পিছনে। একবার তাদের কিশোরগঞ্জ সে তার গুরু জেমসকে নিবেনই।

এবার আর ভক্তের সে আবদার না করতে পারেননি। ভক্তের অনুরোধে এবার ঠিকই কিশোরগঞ্জের হোসেনপুরের সেই পাগল ভক্তের বাড়িতে গেলেন এবং তার মায়ের হাতের রান্নাও খেয়েছেন। এছাড়া ভক্ত প্রিন্স মোহাম্মদর দীর্ঘদিনের স্বপ্ন পুরণ করতে ওই এলাকায় একটি কনসার্টেও গান গেয়েছেন জেমস। যা সত্যিই ভক্তের জন্য জেমসের সেরা উপহার এটি।

এদিকে সেই ভক্তের মা নাসিমা আকতারের হাতের রান্না খেয়ে তৃপ্তই হয়েছেন জেমস। তিনি জানান, ‘প্রিন্সের দীর্ঘদিনের ইচ্ছা ছিল তার এলাকায় আমাকে দিয়ে একটি গানের অনুষ্ঠান আয়োজনের। এবার আর “না” করতে পারিনি। কনসার্টের আগে প্রিন্সের বাড়িতে খেয়েছি। তাঁর মায়ের হাতের রান্না ছিল দারুণ।’

এ প্রসঙ্গে ভক্ত প্রিন্স জানিয়েছেন, ‘আমার এখনো বিশ্বাসই হচ্ছে না, গুরু আমার এলাকায় বেড়াতে গেছেন! আমার বাড়িতে মায়ের হাতে রান্না করা খাবার খেয়েছেন!’

প্রসঙ্গত, প্রিন্স ও তার বন্ধুরা হোসেনপুর উপজেলা সদরের একটি সড়কের নাম প্রিয় শিল্পী জেমসের নামে করার উদ্যোগও নিয়েছেন। যদিও সরকারি নথিতে তা নেই, কিন্তু এলাকাটির অনেকের মনের নথিজুড়েই আছেন জেমস
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে