মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ১০:০০:৩৮

বহুদিন পর মিডিয়ার বন্ধুদের পেয়ে দারুণ উচ্ছ্বসিত রোমানা

বহুদিন পর মিডিয়ার বন্ধুদের পেয়ে দারুণ উচ্ছ্বসিত রোমানা

বিনোদন ডেস্ক : বাংলাদেশের মডেল ও অভিনেত্রী রোমানা খান। তিনি বড় এবং ছোটপর্দায় সমান জনপ্রিয়। একনাগারে নাটক ও সিনেমা করে চলেছিলেন। দর্শক চাহিদাও ছিল দারুণ। কিন্তু এরমধ্যেই গত বছর ব্যবসায়ী এলিন রহমানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি স্বামীসহ রয়েছেন আমেরিকাতে। সেখানে তিনি স্বামী সংসার নিয়ে সুখেই আছেন।

এদিকে নিউ ইয়র্কে থাকার কারণে দেশের শোবিজ অঙ্গনের বন্ধুদের সঙ্গেই যোগাযোগ নেই রোমানার। তাই এ অঙ্গনের কেউ সেখানে গেলে তাকে কাছে পেলেই উচ্ছ্বাসের কমতি থাকে না রোমানার। সম্প্রতি নিউ ইয়র্কে ঢালিউড সিনে বাংলা অ্যাওয়ার্ডে যোগ দিতে বাংলাদেশ থেকে বেশ কজন তারকা গিয়েছিলেন।

তাদের মধ্যে জনপ্রিয় অভিনেতা সজলের সঙ্গে সখ্যটা বেশি রোমানার। আর তাকে কাছে পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।  দুই বন্ধু একসঙ্গে কাটিয়েছেন দারুণ কিছু মুহূর্ত। আর সেটা ফেসবুকে পোস্টও করেছেন রোমানা।

অবশ্য তাদের এ আড্ডার সঙ্গী হিসেবে ছিলেন মডেল-অভিনেত্রী মিলা হোসেনও। তিনিও বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। সজল ও মিলা ছাড়াও তাদের এ আড্ডার সঙ্গী হয়েছিলেন অভিনেত্রী বাঁধন, ভাবনা, সংগীতশিল্পী বাপ্পা ও মজুমদার।

তাদের এ আড্ডা, খাওয়া-দাওয়ায় ও ঘোরাফেরার সঙ্গে ছিলেন রোমানার স্বামী এলিনও। সেসব রোমাঞ্চকর মুহূর্তে ফ্রেমবন্দি হতে দেখা গেছে তাকে। এদিকে ঢালিউড সিনে বাংলা অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও ভ্রমণ শেষে সজল ইতিমধ্যেই দেশে ফিরেছেন। আর তাই বন্ধুকেও খুব মিস করছেন রোমানা। ফেসবুকে সর্বশেষ পোস্টে সেটাই উল্লেখ করে জানিয়েছেন তিনি।  
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে