মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ১০:৩৬:১৭

সালমানের সঙ্গে রাজি দীপিকা, তবে শর্ত একটাই

সালমানের সঙ্গে রাজি দীপিকা, তবে শর্ত একটাই

বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে অভিনয় করতে মুখিয়ে থাকেন বলিউডের অনেক অভিনেত্রীই। অার সেই সালমান খানের বিপরীতে অভিনয় করতে দীপিকা পাডুকোন শর্ত জুড়ে দিলেন! এমন ঘটনায় বিস্মিত বলিউডের অনেকেই। তবে মজার ব্যাপার হলো, দীপিকার সেই শর্ত মেনে নিয়েছেন ছবির পরিচালক কবীর খান!

জানা গেছে, বলিউডের অনেক সুপাস্টারদের বিপরীতেই অভিনয় করেছেন দীপিকা। এমনকি তার অভিনীত প্রায় সব ক’টি ছবিই ব্যবসা সফল। দারুণ প্রশংসিতও হয়েছে তার ছবি। কিন্তু এ পর্যন্ত তাকে সালমান খানের বিপরীতে কোন ছবিতে দেখা যায়নি। তবে নতুন একটি ছবিতে সালমান খানের বিপরীতে রোমান্স করতে দেখা যাবে দীপিকাকে।

তবে সালমানের সঙ্গে অভিনয় করতে তিনি একটি শর্ত জুড়ে দিয়েছেন পরিচালককে। আর সেটা হলো সালমানের ছবিগুলোতে একপেশে তারই ভূমিকা থাকে। কিন্তু এ ছবিতে নায়িকারও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। আর এই শর্ত মেনে নিয়েছেন পরিচালক কবীর খান। এর ফলে খুব শিগগিরই একসঙ্গে পর্দায় দেখা যাবে সালমান-দীপিকার রোমান্স।

জানা গেছে চলতি বছরের মাঝামাঝি সময়েই এ ছবির কাজ শুরু হবে। তার আগ পর্যন্ত হলিউড ছবি নিয়েই ব্যস্ত থাকবেন দীপিকা। এখন দেখার বিষয় প্রথমবারের মতো জুটি হয়ে আসা সালমান ও দীপিকার পর্দা রোমান্স কেমন হয়। আর তা দেখতে হলে কিছুদিন অপেক্ষা করতেই হবে।
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে