মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ১১:১৩:৪২

জেনে নিন কারিনা কাপুরের ৯টি বিতর্কিত কর্মকাণ্ড

জেনে নিন কারিনা কাপুরের ৯টি বিতর্কিত কর্মকাণ্ড

বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের নিয়ে বিতর্কের কোন কমতি নেই। কোন না কোনভাবে তারা বিতর্তিক কর্মকাণ্ডে জড়াবেনই। আর তারকা বলেই সেসব বিতর্কগুলো মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে। যা নিয়ে বিভিন্ন সময় চলে না হৈ চৈ সমালোচনা।

কারিনা কাপুর। বর্তমানে তিনি বলিউডের ছোট নবাব সাইফ আলী খানের বেগম। যার ফলে তার নাসের পাশেও যুক্ত হয়েছে খান উপাধি। এই বেগমকে নিয়ে কিন্তু বিতর্কের শেষ নেই। বিভিন্ন সময় তিনি জড়িয়েছেন নানা বিতর্কে।

এরমধ্যে কখনো হোটেলে মারপাটি। কখনো গালাগাল। কখনো আবার জড়িয়েছেন প্রেমিক শহীদ কাপুরের সাথে এমএমএস স্ক্যান্ডালে। এছাড়াও সহকর্মীদের সাথে বাগবিতণ্ডাসহ নানা বাজে মন্তব্য করেও তিনি বিতর্কিত হয়েছেন। কারিনা কাপুরের তেমনই ৯টি বিতর্কিত কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে। জেনে নিন, কখন কার সাথে তিনি বিতর্কে জড়িয়েছিলেন।

১। ছবি বাতিল করা নিয়ে বিতর্কিত মন্তব্য— বহু তারকাই ছবি বাতিল করেন। কারিনা কাপুরও করেছিলেন। কিন্তু, তার বাতিল করা ছবিগুলির মধ্যে ছিল ‘হাম দিল দে চুকে সনম’, ‘কহো না প্যায়ার হে’ এবং ‘কাল হো না হো’-র মতো ছবি। পরে করিনা মন্তব্য করেছিলেন, ‘আসলে আমি অন্যদের কাজ দিতে ভালবাসি। আর আমি ছবিগুলি করতে চাইনি বলেই আজ তারা তারকা হতে পেরেছেন।’

২। নাক উঁচু করা মন্তব্য— কেরিয়ারের শুরুতেই প্রচুর নাক উঁচু মন্তব্য করে বিতর্কে জড়ান কারিনা কাপুর। তিনি বলতেন, ‘আমি তাদের সঙ্গেই কাজ করি যারা আমার সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে তাদের কাজের রুটিনকে ম্যানেজ করেন।’

৩। বিপাশার সঙ্গে ঝামেলা— ‘আজনবি’ সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন বিপাশা বসু। কিন্তু, ছবির সেটে সহনায়িকা বিপাশার গায়ের রং নিয়ে আপত্তিজনক মন্তব্য করে বিতর্কে জড়ান। বিপাশাকে নাকি তিনি ‘কালি বিল্লি’ বলে কটাক্ষ করেছিলেন।

৪। এমএমএস ফাঁস— ফিল্মি কেরিয়া শহীদ কাপুরের সঙ্গে প্রেমে মজেছিলেন কারিনা কাপুর। এমনকী, দু’জনের ঘনিষ্ঠ একটি এমএমএস ফাঁস হয়ে যায়। এই নিয়ে কম জলঘোলা হয়নি।

৫। প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে বিতণ্ডা— পিগি চপসের উচ্চারণ নিয়ে একবার জোর কটাক্ষ করেছিলেন কারিনা কাপুর। এই নিয়ে পাল্টা কারিনাকে তোপ দাগেন প্রিয়ঙ্কা চোপড়াও। অনেক অশান্তি পেরিয়ে তবে মিটেছিল সেই ঝামেলা।

৬। জন আব্রাহামকে ব্যঙ্গ— বিপাশা বসুর তৎকালীন প্রেমিক জন আব্রাহামকেও ছাড়েননি কারিনা কাপুর। জনের অভিনয় স্কিল নিয়েও তির্যক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন।

৭। জ্যোতিষীর বিরুদ্ধে মামলা— এক জ্যোতিষীর গণনা ছিল সাইফ আলি খান যদি কারিনা কাপুরকে বিয়ে করেন তাহলে নবাব পতৌদির বংশে জোর অশান্তি শুরু হবে। এতে ক্ষিপ্ত কারিনা ওই জ্যোতিষীর বিরুদ্ধে মামলা করেন। এবং ওই জ্যোতিষীর কাছ থেকে বিয়ের খরচাও দাবি করেন।  

৮। তাজ হোটেলে মারপিট— বিয়ের পর স্বামী সাইফ আলী এবং মালাইকা অরোরা ও তার বোন অমৃতা অরোরার সঙ্গে তাজ মুম্বইয়ে ডিনার করতে গিয়েছিলেন কারিনা কাপুর। সেখানে কারিনা ও সাইফ এক প্রবাসী ভারতীয় ব্যাবসায়ীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

৯। ‘কুরবান’-এর পোস্টার বিতর্ক— ‘কুরবান’-এর পোস্টারে স্বামী সাইফ-এর সঙ্গে খোলা পিঠের কারিনা ছবি নিয়ে জোর বিতর্ক হয়। বহু স্থানে এই পোস্টার জ্বালিয়েও দেয় মৌলবাদীরা। 
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে