মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ১২:১৭:৪২

শাহরুখের ‘ফ্যান’ নাকি জিতের ‘পাওয়ার’, শেষ হাসি কার?

শাহরুখের ‘ফ্যান’ নাকি জিতের ‘পাওয়ার’, শেষ হাসি কার?

বিনোদন ডেস্ক : জিৎয়ের ছবি মানেই হুলুস্থল ব্যাপার। হলগুলোতে উপচে পড়া ভিড়। তার ছবির জন্য আগ্রহ নিয়েই অপেক্ষায় থাকেন দর্শক। আর তাই তো ছবি মুক্তির সাথে সাথেই সিনেমা হলগুলিতে হুমড়ি খেয়ে পরেন জিৎ ভক্ত অনুরাগিসহ সিনেমাপ্রেমীরা।

১৪ এপ্রিল কলকাতায় মুক্তি পেয়েছে জিৎ অভিনীত অ্যাকশন ও রোমান্টিক ছবি ‘পাওয়ার’। এ ছবিটি একটি তেলেগু ছবি থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়। তেলেগু ছবিটির নামও ছিল ‘পাওয়ার’।

জানা গেছে, ছবিটির নাম পরিবর্তন তেমনটি চাননি স্বয়ং জিৎই। তাই ছবিটির নাম তেলেগু ছবির নামেই ‘পাওয়ার’ রাখা হয়। যদিও সিদ্ধান্তটা একেবারেই সংস্থার।

এ ব্যাপারে জিৎ বলেন, ‘নামের মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে। ‘পাওয়ার’এর পাওয়ার কিছু কম নয়।’ আর ছবির নামের দম কত, সেটা জানতে হলে অবশ্যই সিনেমা হলে যেতে হবে।

এদিকে জিতের ‘পাওয়ার’ এর সাথে একইদিন মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-গৌতম ঘোষ জুটির ‘শঙ্খচিল’। এ ছবিটি জাতীয় পুরস্কারও পেয়েছে। এছাড়াও মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘ফ্যান’ও।

তবে জিতের দাবি, এতে ‘পাওয়ার’এর কোনও সমস্যা হবে না। বাংলা ছবি বহুবারই হিন্দি ছবিকে টক্কর দিয়েছে। ‘ছবিতে ইন্টারেস্টিং শেড্স আছে। থ্রিল আছে। এগুলো দর্শককে আকর্ষণ করবেই।’
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে