মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ১২:৪৫:৫৭

কেলেঙ্কারিতে ফেঁসে আম-ছালা দুই হারাতে বসেছেন অমিতাভ!

কেলেঙ্কারিতে ফেঁসে আম-ছালা দুই হারাতে বসেছেন অমিতাভ!

বিনোদন ডেস্ক : পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম জড়িয়ে যাওয়ায় প্রচারণামুলক প্রোগ্রাম ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ থেকে ছিটকে যেতে পারেন বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস থেকে এই প্রোগ্রামের জন্য তার নাম প্রস্তাব করা হয়েছিল। কিন্তু ওই কেলেঙ্কারির জন্য সে প্রস্তাব এখন বিলম্বিত করা হয়েছে।

বিভিন্ন সূত্র বলেছে, পানামা পেপারস কেলেঙ্কারিতে তার নাম আসায় তাকে ওই প্রোগ্রামে অঙ্গীভূত করা বিলম্বিত হচ্ছে। দেশের বাইরের পর্যটকদের ভারত সম্পর্কে আকৃষ্ট করতে উচ্চ পর্যায়ের প্রচারণার জন্য ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’য় ৭৩ বছর বয়সী অমিতাভ বচ্চন ও নায়িকা প্রিয়াঙ্কা চোপড়াকে বেছে নেয়া হয়েছিল দু’এক মাস আগে।

আগে থেকেই গুজরাটের পর্যটন বিষয়ক ব্রান্ড এম্বাসেডর অমিতাভ বচ্চন। তার নাম ওই প্রচারণার জন্য প্রধানমন্ত্রী মোদির অফিস থেকে প্রস্তাব করা হয়েছিল। এ মাসের শুরুর দিকে ফাঁস হয়ে যায় পানামা পেপারস। তাতে ভারতের কমপক্ষে ৫০০ মানুষের সম্পদ লুকানো ও আয়কর ফাঁকির তথ্য বেরিয়ে আসে।

বলা হয়, ওইসব ব্যক্তি অফসোর কোম্পানিতে বিনিয়োগ করেছেন কর ফাঁকি দিতে। তার মধ্যে উঠে আসে অমিতাভ বচ্চন, তার পুত্রবধু ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম।

এঘটনার পরই অমিতাভ বচ্চন একটি বিবৃতি দেন। তাতে তিনি দাবী করেন, আমি আমার সব আয়কর দিয়েছি। আমি বিদেশে যে অর্থ খরচ করেছি তা আইন মেনেই করেছি, ভারতীয় কর দিয়েই তা করেছি।
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে