বিনোদন ডেস্ক : আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত বহুল প্রতিক্ষীত ছবি ‘সুলতান’। এ ছবিতে এক কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। ছবিটি নিয়ে এখনই শুরু হয়েছে দারুণ আলোচনা। ছবিটি নিয়ে বাড়ছে মানুষের মাঝে দারুণ আগ্রহ।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সুলতান’ ছবির ট্রেলার। ট্রেলারে দেখা গেলো অন্যরকম এক সালমান খানকে। সেখানে দারুণ পেশি আর শানদার গোঁফের নতুন এক সালমান হুলুস্থুল ফেলে দিয়েছে বলিউডে। এই বয়সেও সালমানের এমন পেটানো শরীর! তা ভেবে সবাই অবাক!
তবে সমস্যা হচ্ছে অনত্র। শুরু হয়েছে এ নিয়ে নানা সমালোচনা। অনেকেই দাবী করছেন ট্রেলারে দেখতে পাওয়া সালমান খানের পেশি নাকি নকল! আর এ নিয়ে চলছে এখন হৈ চৈ।
ঘটনাটা এ রকম, সালমান খান তার ‘সুলতান’-এর একটা ছবি দিয়েছেন নিজের টুইটার অ্যাকাউন্টে। ছবিতে দেখা যাচ্ছে, এক কুস্তিগিরকে ধরাশায়ী করে সালমান এগিয়ে চলেছেন বীরদর্পে। চোখে-মুখে তেড়িয়া ভঙ্গি।
সিনা টান টান। কিন্তু একটু খেয়াল করতেই চোখজোড়া উঠলো কপালে। ওকি? বুকের নিচটায় একটুখানি গোলমাল? মনে হচ্ছে ফটোশপের কারসাজি। ‘সুলতান’ ছবির ট্রেলারে দেখা সালমানের পেশিবহুল শরীর তবে কি অনেকটাই ফটোশপের কারসাজি? এমন প্রশ্ন এখন সর্বত্রই ঘুরছে। তবে এর উত্তর মিলবে আগামী ঈদে ছবি মুক্তির পর।
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন