মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ০১:৫৬:৪৫

সালমানের গোপন সেই তথ্যটি ফাঁস করলেন জ্যাকুলিন!

সালমানের গোপন সেই তথ্যটি ফাঁস করলেন জ্যাকুলিন!

বিনোদন ডেস্ক : উপহার পেতে ভালো লাগে না এমন মানুষ কি দুই একজন খুঁজে পাওয়া যাবে? না। কেন না, উপহার পেলে সবারই ভালো লাগে। এটাই স্বাভাবিক। কিন্তু সালমান খান নাকি কোন উপহারই নিতে চান না! আর এই অবাক করা তথ্যটি সম্প্রতি জানিয়েছেন সালমান খানের ‘কিক’ ছবির নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ।

জ্যাকুলিন জানিয়েছেন, সালমান খানকে কেউ কোনো উপহার দিলে সেই উপহার নিজে না নিয়ে সালমান তার দাতব্য প্রতিষ্ঠান ‘বিইং হিউম্যান’-এ দিয়ে দিতে বলেন।

সালমান প্রসঙ্গে জ্যাকুলিন ‘ইয়ে মেরা সুপারস্টার’ অনুষ্ঠানে বলেছেন, ‘যখনই আপনি তার (সালমান খান) সঙ্গে কথা বলবেন, দেখবেন, সে ‘‘বিইং হিউম্যান’’ প্রসঙ্গটি টেনে আনবে। এ ব্যাপারে সে এত বেশি আবেগপ্রবণ! আর ক্যামেরা অন রয়েছে বলে কিন্তু সে এসব কথা বলে না।’

ফার্নান্দেজ আরও বলেছেন, ‘সে সব সময় নিজেকে প্রস্তুত রাখে কাউকে সাহায্য করার জন্য। যার সাহায্য দরকার, যে কাছাকাছি আছে। আমি তার কাছ থেকে এটা শিখেছি। আমার যখন এমন সাহায্যের প্রয়োজন ছিল, সে সময় আমিও সাহায্য পেয়েছি।’
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে