বিনোদন ডেস্ক : এ পর্যন্ত সালমান খানকে অনেক চরিত্রেই দেখা গিয়েছে। কিন্তু আজ পর্যন্ত এই অভিনেতাকে ভিলেন রূপে দেখা যায়নি। তবে এবারই প্রথমবারের মতো ভিলেন হতে চলেছেন তিনি। এমন খবর এখন বলিউডজড়েই।
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো ‘ধুম’ সিরিচে চুতুর্থ সিনেমা তথা ‘ধুম-ফোর’-এ ভিলেন হিসেবে দেখা যাবে সালমান খানকে। যদিও এ কথা এতদিন গুজব বলেই ছড়িয়েছে। কিন্তু এবার ফাইনাললি শোনা যাচ্ছে শেষ পর্যন্ত এই ছবিতে সালমানের থাকার বিষয়টিই এখন অনেকটা নিশ্চিত। যদিও এ ব্যাপারে সালমানের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি।
শোনা যাচ্ছে, যশ রাজ ফিল্মস নাকি এবার ‘ধুম-ফো’-এর জন্য সালমান-কেই আনতে চাইছেন। আর এখানে তাকে দেখা যাবে ভিলেন রূপে। এ ব্যাপারে সালমান খানের সাথে যশ রাজ’র কথা বার্তা চলছে। যদিও তা এখনও চুড়ান্ত হয়নি। সালমান এখনও এ বিষয়ে হ্যা কিন্তু বলেননি।
শুধু তাই নয়, ‘ধুম-ফোর’-এর পাশপাশি রেস থ্রি-তেও নাকি সালমান ভিলেনের চরিত্রে অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছে। যদি, ‘ধুম-ফোর’-এ সালমানকে ভিলেনের চরিত্রেই দেখা যায়, তাহলে তিনি-ই হবেন বলিউডের প্রথম কুল এবং স্টাইলিশ ভিলেন।
যদিও, এ বিষয়ে যতক্ষণ না পর্যন্ত সালমান নিজে কিছু বলছেন, ততক্ষণ ধোঁয়াশা রয়েই যাচ্ছে। এবার দেখা যাক, ভিলেন হয়ে দর্শকদের কতটা মাতিয়ে রাখতে পারেন সালমান খান।
বর্তমানে, সুলতান-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান খান। সুলতানের টিজার বেরোনোর পর থেকেই ”ভাই”-এর ভক্তরা কিন্তু বেজায় খুশি। সুলতানেও সালমানকে এই প্রথম দেশি পালোয়ানের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। চলতি বছরের ঈদেই মুক্তি পাবে সালমানের সুলতান। ওই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে আনুশকা শর্মাকে।
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন