মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ০৫:০৩:১৪

জানেন, ‘ফ্যান’ দেখে শাহরুখপুত্র আব্রাম কি বলছে?

জানেন, ‘ফ্যান’ দেখে শাহরুখপুত্র আব্রাম কি বলছে?

বিনোদন ডেস্ক : ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত বহুল আলোচিত ‘ফ্যান’। ইতিমধ্যে এ ছিবিট দেখতে সিনেমা হলে শাহরুখ ভক্তদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। তাই প্রশ্নটা আসতেই পারে যে, কার কেমন লেগেছে ‘ফ্যান’?

এদিকে এমন প্রশ্নটা বাইরের ফ্যানদের না করে প্রথমে ঘরের ফ্যানদের করলে কেমন হয়? এই ধরুন বাবার সুবাধে এখনই তারকাখ্যাতি পাওয়া ছোট্ট আব্রাম। তিনিও কিন্তু তার বাবার দারুণ ফ্যান। তাহলে এই ছোট্ট আব্রামের কেমন লেগেছে তার বাবার ‘ফ্যান’ ছবিটি?

বলিউড সুপারস্টার শাহরুখ খান তাকে ঘিরে এই মাদকতাটা পছন্দ করেন। আমরা তো না হয় বাদশার ফ্যান নিয়ে এত উত্তেজিত। কিন্তু ফ্যান দেখে আব্রাম-সুহানার কেমন প্রতিক্রিয়া। পর্দায় বাবাকে দুটো ভিন্ন রূপে দেখতে তাদের কেমন লেগেছে?

বাবার নতুন ছবি দেখে খুবই খুশি আব্রাম। এই প্রসঙ্গে শাহরুখ জানিয়েছেন যে, ছোট্ট আব্রামের খুব ভালো লেগেছে ছবিটি। ছবি দেখে 'ছো ছুইট' বলে বাবাকে জড়িয়ে ধরে অনেকটা আদরও করে দিয়েছে সে। ফ্যান দেখে এখনও ২ বছরের আব্রাম বলে যাচ্ছে, 'টু টু পাপাস। সো মেনি পাপাস।'
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে