মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ১০:১৭:৫১

ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়ে এ কি উপহাস করলেন কান্দিল বালোচ!

ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়ে এ কি উপহাস করলেন কান্দিল বালোচ!

বিনোদন ডেস্ক : আবার শিরোনামে কান্দিল বালোচ।  টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই এই পাকিস্তানি মডেল ও অভিনেত্রী সংবাদমাধ্যমের পাতায় আসার চেষ্টা করছেন।

প্রথমটায় শহিদ আফ্রিদি, পরে বিরাট কোহলিকে একের পর এক প্রেম নিবেদন করেন।  তারপরই কান্দিলের পরবর্তী টার্গেট ছিলেন শাহরুখ খান এবং তার দল কলকাতা নাইট রাইডার্স।  ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়ে এবার এ কি উপহাস করলেন কান্দিল!

পাকিস্তানি এই মডেলের নিশানায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেটাও আবার নিজের দেশের জন্য।  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সারাবিশ্বের ক্রিকেটাররা খেলেন অথচ পাকিস্তানের কোনো ক্রিকেটার খেলার সুযোগ পান না।

তাতেই চটেছেন কান্দিল।  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে কান্দিল বালোচ বলছেন, ‌‘ইন্ডিয়ান পানি লিগ।  আপনাদের মধ্যে স্পোর্টসম্যানশিপ নেই।  যদি থাকত তাহলে আপনারা এমন ব্যবহার করতেন না।  

তিনি বলেন, কিন্তু আপনারা কেন এ কাজ করছেন? আপনারা কি পাকিস্তানি ক্রিকেটারদের ভয় পান? জবাব দেবেন কে?
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে