বিনোদন ডেস্ক : ছবির নাম এখনও ঠিক হয়নি৷ কারণ একটাই, এমন এক মাল্টিস্টারার ছবির নাম নিয়ে বেশ কিছুটা 'ব্রেন স্টর্মিং' চলার দরকার৷ প্রযোজক আর পরিচালকের মধ্যে সে রকমই মাথা ঘামানোর কাজ চলছে৷ ছবি পরিচালনার দায়িত্বে আবার রাজা চন্দ৷ আর প্রযোজক ভেঙ্কটেশ ফিল্মস আর সুরিন্দর ফিল্মস৷ দু' পক্ষের শেষ মুক্তি 'বেশ করেছি প্রেম করেছি'৷ অবশ্য সেটা ছিল রোমান্টিক কমেডি৷ রাজা বলছেন, 'এবার সিচুয়েশনাল কমেডি৷
ছবি জুড়ে একের পর এক এমন সব পরিস্থিতি আসবে, দর্শকের না হেসে কোনো উপায় থাকবে না৷' খোঁজ নিয়ে জানা যাচ্ছে এন কে সলিল সামলাচ্ছেন চিত্রনাট্যের দায়িত্ব৷ আর পরিচালকের দাবি, এই ছবি নাকি রিমেক নয়৷ সে প্রশ্ন ভুলে বরং গল্পটা কীরকম সেটাই জানতে চেয়েছিল 'অন্য সময়'! রাজা হেসে বলছেন, 'এই ছবিতে প্রতিটা চরিত্র কোনো না কোনো ভুল করছে৷ আর তাই নিয়ে বিরাট গণ্ডগোল৷ দর্শক দেখতে পাবেন তাদের ভুল৷ কিন্তু ছবিতে চরিত্ররা বুঝতে পারবে না তারা ভুল করছে! ছবির শেষে একটা জমজমাট ক্লাইম্যাক্স আমরা ডিজাইন করছি৷' ছবির শ্যুটিং হবে কলকাতা আর ব্যাংকক-এ৷ আর শুটিং শুরু হচ্ছে এপ্রিলের একদম প্রথম দিকে৷
এবার আসা যাক কাস্টিং প্রসঙ্গে, যা এই ছবির চমক৷ ছবিতে থাকছেন সুপারস্টার দেব৷ অভিনেতা যিশু সেনগুপ্ত অনেকদিন পর বাংলা বাণিজ্যিক ছবিতে থাকছেন৷ এঁদের দু'জনের সঙ্গেই থাকবেন নায়ক অঙ্কুশ৷ রাজাকে প্রশ্ন করা গেল, আপনি তো বিরিয়ানি, তারপর ইলিশ পাতুড়ি, তারপর পিত্জা, সবই প্রায় একপাতে সার্ভ করবেন ঠিক করেছেন! পরিচালক বলছেন, 'এ ব্যাপারটা পরিষ্কার দিই৷ প্রথমত দেবের সঙ্গে এর আগে আমি 'চ্যালেঞ্জ টু'-র মতো ছবি করেছি৷ যিশুর সঙ্গে আবার ছবি না করলেও কিছুদিন আগেই একটা বিজ্ঞাপন শ্যুট করলাম৷ অঙ্কুশের সঙ্গে আগে কাজ না হলেও একদম ছোট ভাইয়ের মতো৷ তিনজনকেই যখন তাদের চরিত্র ব্যাখ্যা করি প্রত্যেকেই বোঝেন, এই ছবিতে নিজেদের প্রমাণ করার জায়গা তারা পাবেন৷
যে যখন স্ক্রিনে আসবেন, ফাটিয়ে দেবেন৷ আর দর্শক এই তিনজনকে একসঙ্গে একই ছবিতে পেয়ে উত্সাহিত বোধ করবেন৷' তবে শুধু নায়করাই তো নন৷ এই ছবিতে থাকছেন নুসরাত, সায়ন্তিকা, কৌশানী, মিমি৷ আবার তাবড় দুই অভিনেতা রুদ্রনীল ঘোষ আর খরাজ মুখোপাধ্যায়ও রয়েছেন দারুণ চরিত্রে৷ ঠিক কীভাবে প্রস্তুতি নিচ্ছেন এই ছবির জন্য? একই ছবিতে চারজন নায়িকাকে সামলানোর কাজটাও তো সহজ নয়! রাজা বলছেন, 'আমি কীভাবে শ্যুট করব সেটাই প্রি-প্রোডাকশনে গুছিয়ে রাখছি৷ এর বাইরে চিন্তাটা কেন কম জানেন? সকলেই পাকা অভিনেতা৷ কোনো ওয়ার্কশপ করার দরকার নেই এই ছবির জন্য৷ আমার থালায় এতো সুস্বাদু সব পদ৷ এটা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আমার ভাত মাখতে কোনো অসুবিধে হবে না৷'
শোনা যাচ্ছে এই ছবির মুক্তি নাকি আগামী ঈদে৷ পরিচালক জানাচ্ছেন, 'মুক্তির দিনক্ষণ তো অফিশিয়ালি ঘোষণা হয়নি৷ তবে আমার মাথায় যে তারিখটি নিয়ে আমি কাজ এগোচ্ছি, সেটা ঈদ৷ আর ঈদে দর্শক সিনেমাহলে ঢোকেন একটা হুল্লোড়ে সিনেমা দেখতে৷ এই ছবিতে ভরপুর হুল্লোড় থাকবে, সেটা এখনই প্রমিস করতে পারি৷ 'আগামী ঈদে অভিনেতা জিতেরও 'বাদশা-দ্য ডন' মুক্তি পাবে বলে টলিউডে খবর৷ অন্য দিকে সালমান খানের নতুন ছবি 'সুলতান'-ও আসছে ঈদেই৷ এরপর যে প্রশ্নগুলো প্রকট হয়ে উঠছে, তার উত্তর না হয় খোঁজা যাবে ঈদের সময়!
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই