বিনোদন ডেস্ক : পুরো বলিউডের প্রশংসায় ভাসছে অভিনেতা ইমরান হাশমি। একের পর এক শুভেচ্ছাবার্তা দারুণ উচ্ছ্বসিত এই অভিনেতা। অনেকেই আবার জীবন যুদ্ধে কিভাবে জয়ী হতে হয়, ইমরান হাশমিকেই সে দিক থেকে আইডল মানতে শুরু করেছেন।
সম্প্রতি বিশ্বখ্যাত প্রকাশনি পেঙ্গুইন থেকে প্রকাশিত হয়েছে ইমরান হাশমি রচিত বই ‘দ্য কিস অফ লাইফ’। এতে তিনি তুলে ধরেছেন তার ছ’বছরের ছেলে আয়ানের লড়াই ও তার দুঃসময়ের কথা।
বইটির প্রতিটি ছত্রে ছত্রে ফুটে ওঠেছে ইমরানের ছেলে আয়ানের দূরারোগ্য ক্যানসারকে হারিয়ে জীবনের মূল স্রোতে ফিরে আসার গল্প। বইটির মূল লেখক ইমরান হাশমি নিজে। আর তাকে এই বই লিখতে সাহায্য করেছেন বিলাল সিদ্দিকি।
সম্প্রতি সেই বইটি পড়েছেন হৃত্বিক রোশন। আর এরপর নিজেকে স্থির রাখতে পারেননি। টুইটারে ইমারন ও তার ছেলে আয়ানকে ‘সুপার হিরো’ বলে সম্বোধন করেছেন। আবেগে ভাসমান হৃত্বিক এখানেই থামেননি, তার টুইটার অ্যাকাউন্টে বলেছেন,‘ইমরান ও তার ছেলের কাহিনি সমস্ত মানুষের কাছে অনুপ্রেরনার’।
মাত্র তিন বছর ১০ মাস বয়সে আয়ানের শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপরই এক অসম লড়াই-এর কাহিনি। যা ইমরান তুলে ধরেছেন ‘দ্য কিস অফ লাইফ’ বইয়ে।
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন