বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ১১:৫৪:১৬

মুক্তির তিন দিনে ১০০ কোটি টাকা ঘরে তুললেন শাহরুখ

মুক্তির তিন দিনে ১০০ কোটি টাকা ঘরে তুললেন শাহরুখ

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের ‘ফ্যান’ নিয়ে উত্তেজনার কমতি নেই। বক্স-অফিসের দারুণ উত্তেজনার পারদ ছড়িয়ে দিচ্ছে এই সিনেমাটি। গত ১৫ এপ্রিল মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত এ ছবিটি এ বছরের বিগেস্ট ওপেনিং ছবি বলেই ধরে নিচ্ছেন সবাই।

মনীশ শর্মার পরিচালনার এই ছবিটি মুক্তির পর মাত্র তিন দিনের মধ্যে ১০০ কোটি রুপি আয় করে ফেলেছে। এরমধ্যে শুধু মুক্তির দিন ১৯.২০ কোটি আয় করে ছবিটি।

তিন দিনের হিসাবে ‘ফ্যান’ ছবির মোট আয় ছিল প্রায় ৫৩ কোটি। বাকিটা এসেছে প্রচার, বিজ্ঞাপন ও বিদেশি বক্স অফিস থেকে। এখনও পর্যন্ত ছবিটি প্রায় ১১৩ কোটি আয় করেছে।

ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ খান। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, ছবিতে কোনও গান, নায়িকা অথবা রোম্যান্স নেই। রোম্যান্স ছাড়াও যে শাহরুখ দর্শকমনে জায়গা করে নিতে পারেন, তা দেখালেন শাহরুখ আর তার ‘ফ্যান’।
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে