বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমকে এ পর্যন্ত কত রকম চরিত্রেই না দেখা গেছে। কখন মাস্তান, কখন বয়রা, কখন সহজ সরল মানুষ। এবার তাকে দেখা যাবে একজন ক্রিকেটারের চরিত্রে।
আগামী রোজার ঈদের জন্য নির্মিত জনপ্রিয় নাটক ‘যমজ’র পাঁচ নম্বর সিক্যুয়েলে তাকে ক্রিকেটার হিসেবে দেখতে পাবেন দর্শক। ইতিমধ্যে এই নাটকের জন্য চিত্রনাট্য লিখে শেষ করেছেন অনিমেষ আইচ।
নাটকটির পরিচালক আজাদ কালাম জানিয়েছেন, ‘চলতি মাসেই নাটকটির চিত্রধারণের কাজ শুরু হবে। বরাবরের মতো এবারো প্রধান চরিত্রে থাকবেন মোশাররফ করিম। তবে তার বিপরীতে কে থাকবে সেটি এখনো নিশ্চিত হয়নি।’
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন