বিনোদন ডেস্ক : কোয়েচেলা মিউজিক ফেস্টিভ্যালে নজর কেড়েছিলেন টেইলর সুইফট। তিনি ভালোই জমিয়েছিলেন অনুষ্ঠান। চুলের প্ল্যাটিনাম ব্লন্ড লকস নিয়ে নজর কাড়ে দর্শকদের। কিন্তু এ কি কাণ্ড, অনুষ্ঠান থেকে পালিয়ে যান এই তারকা শিল্পী। মন না টিকায় নাকি সেখান থেকে পালিয়ে যান তিনি।
গ্লামার ডটকমের খবরে এমন খবর জানা গেছে।
গ্লামারের প্রতিবেদনে জানা যায়, টেইলর আচমকাই কোয়েচেলা মিউজিক ফেস্টিভ্যাল থেকে উধাও হয়ে যান। পরে জানা যায়, তিনি টেক্সাসে তার বন্ধুর বিয়ের অনুষ্ঠানে চলে গেছেন। টেইলরের সঙ্গে তার মা’ও যান সেই বিয়েতে।
সেই বিয়েতে যাওয়ার কথা ছিল টেইলরের প্রেমিক কেলভিন হ্যারিসেরও। কিন্তু কোয়েচেলা পার্টিতে কেলভিন ব্যস্ত হয়ে পড়েছিলেন রিহানাকে নিয়ে!
সেই দুঃখেই পার্টি ছেড়ে বন্ধুর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন টেইলর।
২০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম