বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৪:৪২:৪৯

দারুণ খবর! শাহরুখ ও সালমানকে নিয়ে ছবি নির্মাণের ঘোষণা

দারুণ খবর! শাহরুখ ও সালমানকে নিয়ে ছবি নির্মাণের ঘোষণা

বিনোদন ডেস্ক : সেই ১৯৯৫ সালে ‘করন-অর্জুন’ ছবিতে প্রথমবারের মত দেখা গিয়েছিল শাহরুখ খান ও সালমান খানকে। এরপর আরও একবার তাদের একসঙ্গে দেখা যায় ২০০২ সালে ‘হাম তুমহারে হ্যায় সোনম’ ছবিতে। তারপর আর এই দুই মহা তারকাকে একসঙ্গে কোন ছবিতে দেখা যায়নি।

এদিকে এই দুই তারকাকে একসঙ্গে পর্দায় আবারও দেখার জন্য মুখিয়ে আছেন তাদের ভক্ত অনুরাগিরা। মাঝে বেশ ক'জন নির্মাতাও ঘোষণা দিয়েছিলেন এই দুই তারকাকে নিয় ছবি নির্মাণের। কিন্তু তা আর হয়ে উঠেনি। এবার একই ঘোষণা দিলেন নির্মাতা আর বালকি।

বলিউডের এই সম্প্রতি জানিয়েছেন, বলিউডের তারকা অভিনেতা ‘কিং খান’খ্যাত শাহরুখ ও ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত তারকা অভিনেতা সালমান খানকে নিয়ে ছবি বানাতে চান তিনি।

এ প্রসঙ্গে ‘কি অ্যান্ড কা’ নির্মাতা বালকি বলেন, ‘আমি তাদের (সালমান ও শাহরুখ খান) নিয়ে ছবি বানাতে চাই।’ এই নির্মাতা জানান, শাহরুখ খান ও সালমান খানকে নিয়ে ছবি বানানোর ক্ষেত্রে তিনি আগে তাদের সেই ছবিতে কীভাবে আনতে চান, সে সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেতে চাইছেন।

এদিকে বালকির এমন ঘোষণার পর শাহরুখ ও সালমান ভক্তদের মাঝে বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এ নিয়ে বলিউডেও চলছে জোর গুঞ্জন। অনেকেই বলছেন বালকি যদি শাহরুখ ও সালমানকে নিয়ে ছবি বানাতে পারেন, তবে সেটি হবে দারুণ এক ব্যবসা সফল ছবি। তবে সামনে কি হয় তা এখন দেখার বিষয়।
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে