বিনোদন ডেস্ক : ভারতের চলচ্চিত্র ইতিহাসে অবস্মরণীয় ছবি ‘বাহুবলী’। নির্মাতা এস এস রাজামৌলির এই ছবিটি ভারতে সর্বকালের ব্যবসা সফল ছবি। এছাড়াও দেশ ও বিদেশে দারুণ প্রশংসিত হয়েছি ছবিটি। পেয়েছে অনেক পুরস্কারও।
এদিকে এবার এই নির্মাতা নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। তার পরের ছবির চিত্রনাট্যও প্রায় তৈরি করে ফেলেছেন বলে শোনা যাচ্ছে। তবে এ ছবির নায়ক কে হবেন? সে নাম শুনলে চমকে উঠবেন।
‘ঘায়েল, ওয়ান্স এগেন’ মুক্তি পেয়েছিল এ বছরই। এ ছবির মাধ্যমে অনেকদিন পর বড় পর্দায় ফিরেছেন সানি দেওল। ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেননি। তাতে কি? ছবিতে কিন্তু সানি-ম্যাজিক ঠিকই ফিরেছিল। অন্তত পুরনো সেই ‘ঢাই কিলো কা হাত’-এর নস্ট্যালজিয়া তো ফিরেছিলই। তবে এতে সানির ভক্তদের ভেঙে পড়ার কোনও কারণ নেই।
এ বছরই আরও বড় ক্যানভাসে ফিরছেন সানি দেওল। অর্থাৎ ‘বাহুবলী’র পরিচালক এস এস রাজামৌলির পরের ছবিতে সই করেছেন বলিউডের এই অ্যাকশন কিং সানি দেওল। ছবির নাম আপাতত ঠিক করা হয়েছে ‘মেরা ভারত মহান’। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ, যিনি ‘বজরঙ্গী ভাইজান’-এর কাহিনিকার ছিলেন। শোনা যাচ্ছে, ছবিতে ধর্মেন্দ্রও অভিনয় করবেন। আগামী জুন মাসে এ ছবিটির শ্যুটিং শুরু হবে।
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন