বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৭:৩৯:১১

জনতার আদালতের নেতা সোহমের ভাগ্য

জনতার আদালতের নেতা সোহমের ভাগ্য

বিনোদন ডেস্ক : বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা আসনে তৃণমূলের প্রার্থী অভিনেতা সোহম। টিকিট পেয়েই ছুটলেন নিজের কেন্দ্রে। নায়ককে হাতের কাছে পেয়েই জড়িয়ে ধরল তার ভক্তরা।

রূপালি পর্দার হিরো এখন রাজনীতির ময়দানে। সেখানেও জনগনের ভালবাসা কুড়োচ্ছেন তিনি। রুপোলি পর্দার ঝকঝকে নায়ককে একবার চোখের দেখা দেখতে যেন উপচে পড়ছে জনতার ভিড়। মানুষের এই ভালবাসায় আপ্লুত রাজনীতির নতুন তারকা।

শুক্রবারের বক্স অফিস আর ভোটের দিনের ইভিএম, দুটো ক্ষেত্রেই ভরসা সেই জনতা জনার্দন। অতএব জনতারই জয়গান। লড়াইটা যে কঠিন, বিলক্ষণ বোঝেন। তবু ভরসা দিচ্ছে বাঁকুড়াবাসী। এত ভালবাসা জোড়া ফুলের ঝুলিতে ভোট হয়ে আসবে তো! অপেক্ষায় নায়ক নেতা।
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে