বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ১০:০৯:১০

অসাধারণ পেশাদারিত্বের প্রমান দিলেন রণদীপ হুদা!

অসাধারণ পেশাদারিত্বের প্রমান দিলেন রণদীপ হুদা!

বিনোদন ডেস্ক : আগামী ছবি সুলতান-এ সালমান খানের কোচের ভূমিকায় অভিনয় করছেন রণদীপ হুডা। রবিবার রাতে শুটিং করতে গিয়ে অ্যাপেন্ডিসাইটিসের অসহ্য যন্ত্রণা শুরু হয় রণদীপের। যন্ত্রণায় অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন তিনি। অবস্থা এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে, সোমবার সকালেই তার অস্ত্রপোচার করতে হয়।

সোমবার সকালে দিল্লির ফর্টিস হাসপাতালে অস্ত্রপোচার হয় রণদীপের। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন রণদীপ। আবারো অসাধারণ পেশাদারিত্বের প্রমান দিলেন এই অভিনেতা। অসহ্য যন্ত্রণা নিয়েই শুটিং শেষ করলেন, পরে দিল্লিতে অস্ত্রপোচার হয় রণদীপ হুদার।

অভিনেতার ঘণিষ্ঠ সূত্রের পক্ষ থেকে জানানো হয়েছে, "বেশ কিছুদিন ধরেই পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল রণদীপের। রবিবারও শুটিংয়ের মাঝে হঠাৎ যন্ত্রণার জোরে কুঁকড়ে উঠেন তিনি। কিন্তু রণদীপ প্রচন্ড পেশাদার। তাই যন্ত্রণা চেপে রেখে অভিনয় করেন এবং শুটিং পুরো শেষ করেন। তারপরই চিকিৎসকের পরামর্শে রণদীরের অস্ত্রপোচার হয়।" সত্যিই রণদীপের পেশাদারিত্বকে কুর্নিশ। শুধু লুকে রণদীপ রাফ অ্যান্ড টাফ নন, মানসিকভাবে কতটা দৃঢ় তা বুঝিয়ে দিলেন রণদীপ হুদা।
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে