বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান। যার প্রতিদ্বন্দ্বি তিনি নিজেই। অর্থাৎ নিজের গড়া রেকর্ড তিনি নিজেই ভাঙেন। আপাতত বলিউডের কোন হিরো তার প্রকিদ্বন্দ্বি হয়ে উঠতে পারেননি। তবে অবাক করা বিষয় হচ্ছে, সম্প্রতি শাহরুখ খানের প্রতিদ্বন্দ্বি নাকি হয়ে উঠছেন রণবীর সিংহ!
এক্ষেত্রে প্রথমেই বলে রাখা যাক, ব্র্যান্ড এনডর্সমেন্ট বা ছবি প্রতি পারিশ্রমিকের বিচারে রণবীর সিংহের থেকে শাহরুখ খান শত যোজন এগিয়ে। তবে একটি বিষয়ে শাহরুখের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন ‘বাজিরাও’ মানে রণবীর সিংহ।
‘বাজিরাও মস্তানি’র সাফল্যের পরে নিজের পারিশ্রমিক দ্বিগুণ করেছেন রণবীর। এনডর্সমেন্টের ক্ষেত্রেও তা-ই। তবে স্টেজ শো-য়ের ক্ষেত্রে রণবীর নাকি তার পারিশ্রমিক অনেকটা বাড়িয়েছেন। আর এই ক্ষেত্রেই তিনি চলে এসেছেন শাহরুখ খানের প্রায় কাছাকাছি।
শোনা যাচ্ছে, রণবীর এখন প্রতি স্টেজ শো-এর জন্য ২ কোটি টাকা নিচ্ছেন। শাহরুখ এর থেকে সামান্যই বেশি নেন। গত এক বছরে প্রায় সবক’টি বড় স্টেজ শো-য়ে পারফর্ম করেছেন রণবীর। ফলে এ বছর স্টেজ শো থেকে তিনি কতটা আয় করেছেন, তার একটা আন্দাজ পাওয়া যায়।
কিন্তু কেন এভাবে রণবীরের বাজারদর বাড়ল? বলিউডের প্রায় সকলেই বলছেন, সাম্প্রতিক বক্স অফিসে শাহরুখকে হারিয়েছেন রণবীর। ‘দিলওয়ালে’ এবং ‘বাজিরাও মস্তানি’ একসঙ্গে রিলিজ করেছিল। প্রাথমিকভাবে ‘দিলওয়ালে’ ভাল করলেও, লম্বা রেসের ঘোড়া হিসেবে ‘বাজিরাও মস্তানি’-ই বাজিমাত করে। বক্স অফিসের ‘দিলওয়ালে’কে হারানোর সঙ্গেই একাধিক পুরস্কারও তুলে নেয় ছবিটি। স্বাভাবিকভাবেই রণবীর সিংহ এখন যে কোনও পরিচালক বা প্রযোজকের বাজি।
২১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন