বিনোদন ডেস্ক : ভারতের প্রখ্যাত টিভি অভিনেত্রী ইন্দু ভার্মাকে কারাদণ্ড দিয়েছে নয়াদল্লির একটি আদালত। ১৯৯৬ সালের একটি প্রতারণা মামলায় গতকাল বুধবার তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বিচারক ইন্দুকে প্রতারণা, জালিয়াতি, মিথ্যে পরিচয় প্রদান এবং অন্যের চেকের অপব্যবহার করার ক্ষেত্রে দোষী সাব্যস্ত করে ওই রায় প্রদান করেছেন। তিনি টমাস কুক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের কর্মী ছিলেন। আদালত তার প্রাক্তন কোম্পানিকে ২০ লক্ষ টাকা দিতেও অভিনেত্রীকে নির্দেশ দিয়েছেন।
অভিযোগ অনুসারে, ইন্দু ১৯৯৬-এ নিজেরে শিবানী অরোরা পরিচয় দিয়ে কোম্পানির চেক জাল করে একটি দোকান থেকে সাড়ে সতেরো লক্ষ টাকার গয়নাগাঁটি কেনেন।
আদালত মন্তব্য করে, ইন্দু শুধুমাত্র কোম্পানির স্বার্থের বিরুদ্ধেই কাজ করেননি, তিনি কোম্পানির সাড়ে সতেরো লক্ষ টাকা ক্ষতিও করেছেন। তাই তাকে রেহাই দেওয়ার কোনও প্রশ্নই নেই। আদালতের রায় অনুসারে এখনই সাজা কার্যকর হচ্ছে না। এজন্য একমাসের সময়সীমা ধার্য হয়েছে। এই সময়ের মধ্যে ইন্দু উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন।
২১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন