বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ০১:৪০:৫১

সানি লিওনের কথায় বিরক্ত শাহরুখ!

সানি লিওনের কথায় বিরক্ত শাহরুখ!

বিনোদন ডেস্ক : সম্প্রতি সানি লিওন বলেছিলেন, তিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করতে পেরে যার পর নাই আপ্লুত। শাহরুখ খানের আগামী ছবি ‘রইস’ এ একটি আইটেম গানে পারফর্ম করেছেন সানি।

সানি বললেন, ‘প্রথম শ্যুটিংয়ের পর এক স্ক্রিনে শাহরুখ আর আমাকে একসঙ্গে দেখে আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। এত খুশি আমি জীবনে কোনওদিন হইনি। এরপরই আমি ওনার কাছে উঠে গিয়ে বলি ধন্যবাদ (থ্যাঙ্ক ইউ), স্যার।’

সানির মনে হয়েছে শাহরুখ একটা কথার জন্য বিরক্ত হয়েছেন। আসলে সানি বারবার কিং খানকে বলেছেন, থ্যাঙ্ক ইউ-থ্যাঙ্ক ইউ। তাই বলিউডের বেবি ডল মনে করেছেন, এতে হয়তো শাহরুখ বিরক্তই হয়েছেন। ছবির কাজের জন্য শাহরুখের পার্সোনাল ট্রেনার প্রশান্ত সাওয়ান্তের কাজে ট্রেনিং নেন সানি।

রাহুল ঢোলাকিয়ার পরিচালনায় 'রইস'-এর রিলিজ ডেট নিয়ে জল্পনা চলছেই। সালমান খানের 'সুলতান' ছবির দিন মুক্তি পাওয়ার কথা 'রইস'-এর। শাহরুখ অবশ্য বেঁকে বসায় রইস-এর মুক্তি পিছিয়ে যেতে পারে।
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে