বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ০৬:১৩:৩৪

চমকে যাওয়ার মত খবর! নির্মাণ হচ্ছে বাবরি মসজিদ ধ্বংস নিয়ে সিনেমা

চমকে যাওয়ার মত খবর! নির্মাণ হচ্ছে বাবরি মসজিদ ধ্বংস নিয়ে সিনেমা

বিনোদন ডেস্ক :  সম্ভবত এর থেকে বড় খবর আর নেই। কেন না, এ খবরটি ইতিমধ্যে দারুণ সোরগোল ফেলে দিয়েছে বলিউডজুড়ে। শুধু বলিউডই বা বলি কেন, এ খবরটি যথারীতি পুরো ভারতজুড়েই চলছে দারুণ সব আলোচনা। তাহলে খবরটি কি?

সম্প্রতি ঘোষণা করা হয়েছে বাবরি মসজিদ নিয়ে বলিউডে নির্মাণ হতে যাচ্ছে সিনেমা। অর্থাৎ বাবরি মসজিদ ধ্বংস নিয়ে তৈরি করা হবে সিনেমা! এ কি কম খবর! রীতিমতো বিস্ফোরক। আর এ সিনেমাতে অভিনয় করতে চলেছেন বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন আর অজয় দেবগণ।

চলচ্চিত্রটির নাম যদিও এখনও নির্ধারণ করা হয়নি। তবে এটি পরিচালনা করছেন পহলাজ নিহালানি। ছবিটি তৈরি হচ্ছে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা অবলম্বনে।

জানা গেছে, অমিতাভ এবং অজয় একযোগে সিনেমার জন্য লেখা স্ক্রিপ্ট শুনেছেন। দুজনেরই পছন্দ হয়েছে স্ক্রিপ্ট। আপাতত এরা শুটিং-এর জন্য সময় বার করবার চেষ্টা করছেন।

সিনেমার কাহিনি লিখেছেন এস এস রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। প্রসাদ এর আগে ‘বাহুবলি’ ও ‘বাজরঙ্গি ভাইজান’-এর মতো সুপারহিট ফিল্মের কাহিনি রচনা করেছেন। ছবিটি এই বছরের জুলাই-আগস্ট নাগাদ মুক্তি পাবে বলে নির্মাতাদের আশা।
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে