বিনোদন ডেস্ক : ৮০-এর দশকের সাড়া জাগানো চলচ্চিত্র অভিনেত্রী শুভ্রা প্রায় বিনা চিকিৎসায় বিছানায় ছটফট করছেন। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না তিনি। ডায়াবেটিস, হার্টের সমস্যাসহ আরো কিছু জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি এখন শয্যাশায়ী।
এদিকে শুভ্রার এই করুণচিত্রটি তুলে ধরা হয় গণমাধ্যমে। এরপর সংবাদ প্রকাশ হওয়ার পর এই অসুস্থ অভিনেত্রীর চিকাসার্থে পাশ এসে দাঁড়িয়েছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম চিত্রসায়ক ইলিয়াস কাঞ্চন।
জানা গেছে, চিকিৎসার খরচ চালাতে না পারার কারণে চিকিৎসা অসমাপ্ত রেখেই শুভ্রাকে হাসাপাতাল থেকে বাসায় চলে আসতে হয়েছে। বন্ধু অভিনেতা বাবরের মাধ্যমে অসহায় এই শিল্পীর বর্তমান অবস্থার কথা জানতে পেরে গত ২০ এপ্রিল রাতে শুভ্রাকে দেখতে শুভ্রার বাসায় গিয়েছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
শুভ্রার বর্তমান অবস্থার কথা বিবেচনা করে যথাসম্ভব সহযোগিতাও করেছেন তিনি। সেই সঙ্গে সকলের কাছে আহবান জানিয়েছেন শুভ্রার পাশে দাঁড়ানোর। এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘যে শিল্পী আজীবন চলচ্চিত্রকে ধ্যান-জ্ঞান হিসেবে নিয়ে একনিষ্ঠ ভাবে কাজ করে গেছে, আজ তার দুর্দিনে কেউ পাশে নেই।’
বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন সংস্কৃতিমনা ব্যক্তি। ইতোমধ্যে তিনি আর্থিক অসঙ্গতীবিহীন একাধিক শিল্পী ও কলাকুশলীর পাশে দাঁড়িয়েছেন। এ বিষয়ে মাননীয় তথ্যমন্ত্রীর মাধ্যমে আমি তার দৃষ্টি আকর্ষণ করছি।’
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন