বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ০৮:৩৫:৪৬

সাবেক প্রেমিক সালমানের কাছে ফিরছেন ক্যাটরিনা!

সাবেক প্রেমিক সালমানের কাছে ফিরছেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক : সাবেক প্রেমিক সালমান খানের কাছে ফিরছেন ক্যাটরিনা কাইফ এ কথা এর আগে শোনা গেলেও এবার বাস্তবেই ঘটতে যাচ্ছে।  মুম্বাই চলচ্চিত্রের সুপারস্টার রণবীর কাপুর ও জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফের বিচ্ছেদের খবর প্রকাশিত হওয়ার পর সালমান খানকে ঘিরে নানা কথাই শোনা গেছে।  

এক পার্টিতে ক্যাটরিনা ও সালমান খানকে একসাথে দীর্ঘক্ষণ দেখে বাস্তবতা তা আরো একধাপ এগিয়ে।  এখন এটা বলা যায় যে, রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদের পেছনের কারণ হচ্ছে সালমান খান।  রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদ নিয়ে বলিউডে উড়া গুজব এখন বাস্তবেই প্রমাণ হতে যাচ্ছে।  

রণবীরের সঙ্গে বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে নাকি ক্যাটরিনা-সালমান খানের পরামর্শ নিয়েছিলেন।  কিন্তু কেন সালমানের পরামর্শ নিলেন ক্যাট? নাকি সাবেক প্রেমিকের কাছে ফিরে যাচ্ছেন ক্যাট- এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল।  অবশ্য ক্যাটরিনা সম্পর্ক টিকিয়ে রাখার ব্যাপারে আন্তরিক ছিলেন।  

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ১৬ জানুয়ারি মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় আয়োজন করা হয় সালমানের নতুন সিনেমা ‘সুলতান’-এর পরিচালক আলি আব্বাস জাফরের জন্মদিনের পার্টির।  সেখাবে অংশ নেন সালমান ও তার ঘনিষ্ঠ বন্ধুরা।  উপস্থিত ছিলেন ক্যাটরিনাও।

সন্ধ্যায় শুরু হওয়া এ আয়োজনে গভীর রাত পর্যন্ত একসঙ্গে সময় কাটান সাবেক এই জুটি।  অনুষ্ঠানে ‘বাজরাঙ্গি ভাইজান’ খ্যাত পরিচালক কবির খানও ছিলেন।  তারা তিনজন প্রথমে একসঙ্গে কথা বলেছিলেন।  একপর্যায়ে ক্যাট-সালমানকে ব্যক্তিগত আলোচনার সুযোগ দিয়ে দূরে সরে যান কবির খান।

১৫ জানুয়ারি খবর চাউর হয়, আনুষ্ঠানিকভাবেই আলাদা হয়েছেন ক্যাটরিনা-রণবীর।  সম্পর্ক ভাঙলেও সালমান ও তার পরিবারের সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক ছিল ক্যাটরিনার।  বলা হচ্ছে, সালমানের সঙ্গে দুই ঘণ্টা ফোনালাপের পরই রণবীরের কাছ থেকে আলাদা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন ক্যাট।

তবে গত তিন বছরে বলিউড সুপারস্টার কাটরিনা কাইফ আর রণবীর কাপুরের সম্পর্ক নিয়ে পানিঘোলা কম হয়নি।  শেষতক গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে।  সাবেক প্রেমিক সালমানের সঙ্গে ফের জুটি বাঁধছেন ক্যাটরিনা।  তবে আপাতত বাস্তবে নয়, অভিনয়ের খাতিরে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে দাবি করা হয়েছে, ছবিটি প্রযোজনা করবেন স্বয়ং সালমান খান।  এর মাধ্যমে কি পুরনো প্রেমিকের কাছে ফিরছেন ক্যাটরিনা?
২১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে