বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ১০:৩০:০৪

আলিয়াকে হটিয়ে সিদ্ধার্থের মন এখন শুধুই ক্যাটরিনার!

আলিয়াকে হটিয়ে সিদ্ধার্থের মন এখন শুধুই ক্যাটরিনার!

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে স্বীকার করেনি, কিন্তু হাবভাবে ষোলআনা বুঝিয়েছে রিলেশনশিপের কথা। তবে ইদানীং শোনা যাচ্ছে,  সম্পর্কের সুতো ঢিলা হতে শুরু করেছে সিদ্ধার্থ-আলিয়া। ভালবাসা না দেখালেও আজকাল পাবলিক প্লেসে জমিয়ে করছেন ঝগড়া। ফিকা হতে শুরু করেছে ‘স্টুডেন্ট’ কেমিস্ট্রি। এরই মাঝে হিট বলিউড পাড়ার নতুন রসায়ন ‘বার বার দেখ’। সামনে এল সিদ্ধার্থ-আলিয়ার আগামী ছবি ‘বার বার দেখ’র ফাস্টলুক।

সিদ্ধার্থ-ক্যাটকে সঙ্গে নিয়েই বলিউড পাড়ায় হাতেখড়ি হতে চলেছে নিতাই মেহারার। এবার তিনি আর ফারহানের সহকারি নয়। ক্যামেরার ব্যাকসিটে একাই। গ্লাসগো, স্কটল্যান্ড, ব্যাংকক ও দিল্লির বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চলছে ছবির শুটিং। এর মাঝেই নায়ক-নায়িকার ছবি ট্যুইটারে পোস্ট করলেন পরিচালক।

‘বার বার দেখ’-একটি প্রেম কাহিনি। যেখানে বাস্তবের সঙ্গে মিলে গিয়েছে কল্পনা। সিদ্ধার্থের কথায়, “এই ছবির কাহিনি সম্পূর্ণ আলাদা। হলিউডে দেখা গেলেও এমন গল্প নিয়ে বলিউডে এখনো কাজ হয়নি”। সঙ্গে তিনি এটাও জানান, “এই ছবির চরিত্রে কাজ করাটা আমার কাছে একটা বিরাট সুযোগ”।
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে