বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ১১:৪৪:১৪

খানদের সাথে টেক্কা দিয়ে সমান পারিশ্রমিক চাইছেন রণবীর সিং

খানদের সাথে টেক্কা দিয়ে সমান পারিশ্রমিক চাইছেন রণবীর সিং

বিনোদন ডেস্ক : বাদশার জামান প্রায় শেষ! বলিউড পাড়ার রাজত্ব এখন অন্যদের হাতে চলে যতে শুরু করেছে। বনশালির হাতে বদলে গিয়েছে রণবীর সিংয়ের ক্যারিয়ার। আর তাই বলিউড বাদশা শাহরুখ খানের সমান পারিশ্রমিক চাইছেন বলিউড হিরো রণবীর সিং।

বলিপাড়ায় সবথেকে বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন তিন খান। কিন্তু এখন খানদের সমান পারিশ্রমিক চাইছেন রণবীর সিং। তবে ছবির জন্য নয়। লাইভ পারফরমেন্স। সাধারণত লাইভ পারফরমেন্স করতে কিং খান নিয়ে থাকেন দু’কোটির কিছু কম। ঘনিষ্ঠ সূত্রের খবর, “ঠিক সেই অঙ্কের টাকাই রণবীর চাইছেন স্টেজ পারফরমেন্স করতে”।

তবে শুধু তাই নয়। ‘বাজিরাও মস্তানি’র পর নায়ক এক ধাক্কায় ছবি প্রতি পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন প্রায় দ্বিগুণ।
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে