শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০৯:৩৮:২৩

প্রিয়ঙ্কা চোপড়ার বিলাসবহুল বাড়িটি কেমন?

প্রিয়ঙ্কা চোপড়ার বিলাসবহুল বাড়িটি কেমন?

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে ব্যস্ত আছেন হলিউডে। সম্প্রতি তিনি তার ঝুলিতে ভরেছেন ভারতের সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী। এছাড়াও হলিউডে তার যয়যাত্রার রথ চলছেই। বর্তমানে প্রিয়াঙ্কার জীবন বিলাস বহুলই বলা যায়।

প্রিয়ঙ্কা চোপড়া বর্তমানে আমেরিকায় ‘কোয়ান্টিকো’ টিভি সিরিয়ালের শুটিং-এ ব্যস্ত। এর জন্য মু্ম্বাই থেকে সাময়িকভাবে পাত্তাড়ি গুটিয়ে তিনি বাসা গেড়েছেন‌ মন্ট্রিঅলে। তবে বিলাসবহুল জীবনযাপনের ক্ষেত্রে কোনও আপোস করতে তিনি রাজি নন। সেই কারণেই মন্ট্রিঅলে এক বিলাসবহুল প্রাসাদসম বাড়ি ভাড়া নিয়েছেন। কেমন সেই বাড়ির অন্দরমহল? আসুন উঁকি মেরে দেখা যাক।

বাড়ির ভিতর রয়েছে এক বড়োসড়ো সু্ইমিং পুল। সিরিয়ালে কর্মরত প্রিয়ঙ্কার এক সহকারী তার মেয়ের একটি ছবি পোস্ট করেছিলেন। তাতে দেখা যাচ্ছে, তাঁর মেয়ে আনন্দের সঙ্গে সাঁতার কাটছে প্রিয়ঙ্কার বাড়ির সুইমিং পুলে। মেয়ের মা ছবির নীচে লিখেছেন, ‘‘ক্লায়েন্টের বাড়ির ইন্ডোর সুইমিং পুলে সাঁতার কাটার মজাই আলাদা, আর সেটা আমার মেয়ে ভাল করেই জানে।’’

দেশে হোক বা বিদেশে, প্রাক্তন এই মিস ওয়ার্ল্ড নিজের ঠাঁট-বাঁট বজায় রাখতে জানেন।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে