শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ১০:০৬:৫৫

মাহির ফেসবুক পেজ দখল করল কারা?

মাহির ফেসবুক পেজ দখল করল কারা?

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহির ভেরিফাইড ফেসবুক পেজটি বেদখল হয়ে গেছে। কে বা কারা এটি এখন নিয়ন্ত্রণ করছেন তা এই অভিনেত্রী নিজেও জানেন না। তবে খোঁজ নিয়ে তিনি জেনেছেন, এটি জাজ মাল্টিমিডয়া নিজেরাই নিয়ন্ত্রণ করছেন। আর মাহিকে বাদ দেয়া হয়েছে এডমিনশিপ থেকে!

জানা গেছে, অভিনেত্রী মাহিয়া মাহির ভেরিফাইড পেজটিতে বর্তমানে লাইক সংখ্যা ৭ লাখ ৭৩ হাজারেরও বেশি। পেজটি বছর দুয়েক আগে খোলা। প্রথম বছর মাহি নিজেই পেজটি অপারেট করেছেন কিন্তু গতবছর থেকে পেজটি হাতছাড়া হয়ে যায়। এখন পেজটি কে চালায়, সেটি মাহিও জানেন না!

তবে এটুকু বললেন, ‘লাস্ট একবছর ধরে অ্যাডমিনশিপটা আমার কাছে নেই। আমি জানি না পেজটি কারা চালায়। আমি দেখি যে প্রায়েই অন্যান্য নিউজ শেয়ার করা হয়। আমার নিউজ থাকে না। অনেকে প্রশ্ন করেছে, আমার নিউজগুলো পেজে কেন থাকে না। কারণ আমি কোনো নিউজ পেজে আপলোড করতে পারি না। এটা খুবই দুঃখজনক একটা বিষয়।’

তিনি আরও বলেছেন, ‘আমার আইডিতে এমন কেউ যদি থেকে থাকেন যে এটা কীভাবে রিকোভারি করা যায়। যদি কেউ জেনে থাকেন আমাকে হেল্প করবেন।’

এদিকে জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা যায়, শুরু থেকেই মাহির ফেসবুক পেজটি তারা পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির নানা ধরনের প্রচার প্রচারণায় পেজটিকে ব্যবহার করে আসছে তারা। বর্তমানে জাজ মাল্টিমিডিয়ার আইটি ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করছে মাহির ভেরিফায়িড পেজটি।

তবে, পেজটিতে নিজের নিয়ন্ত্রণ না থাকায় এবার চটেছেন মাহি। জাজ-মাহি সম্পর্কের ফাটলের জের ধরে মাহিকে পেজের অ্যাডমিন থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে মনে করছে চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে মাহি আরো বলেন, ‘আমি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে চাই না। আমার পেজটি সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে চাই। এর জন্য খুব শিগগিরই ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো’।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে