শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০৩:৪০:১৭

যা বললেন শাহরুখ খান

যা বললেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক : সিনেমায় সব সময়ই দুই ধরণের দর্শক আছে। একদল, যারা ভিন্ন ধারার ছবি পছন্দ করেন। আরেকদল, যারা একেবারেই মূলধারার বাণিজ্যিক ছবি দেখেন। এমনটাই মনে করেন বলিউড কিং শাহরুখ খান। তাই তিনি মনে করেন, 'দিলওয়ালে ' সর্বস্তরে সাফল্য পেয়েছে , এমনটা দাবি করা যায় না।

শাহরুখ খান নিজেই জানিয়েছেন , 'আমার আগের ছবি দিলওয়ালেতে ভরপুর নাচগান ছিল , যারা মূলধারার বাণিজ্যিক ছবি দেখেন , তারা ছবিটা দেখেছেন। বাকিরা দেখেননি। আর তখনই মনে হয়েছিল এমন একটা ছবি করা উচিত, যেটা অন্তত সকলে দেখবেন। 'ফ্যান ' ছবিটায় আমি সেই সুযোগটাই নিলাম। আমার মনে হয় সকলে এই ছবিটা দেখতে পারবেন’।

বলিউড বাদশার বলিউড ক্যারিয়ার এক দুই্ বছরের নয়। গত বিশ বছর ধরে তিনি এই ক্যারিয়ার গড়েছেন। আর একের পর এক বক্স অফিস সফল ছবি উপহার দিয়েছেন তিনি।

'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে ' থেকে শুরু করে 'চেন্নাই এক্সপ্রেস '---শাহরুখের অনেক ছবিই সেই হিসেবে ব্লকবাস্টার। কিন্ত্ত 'স্বদেশ ' বা 'চক দে ইন্ডিয়া 'র মতো ছবি ব্লকবাস্টারগুলির তুলনায় বক্সঅফিসে তেমন বাণিজ্য করতে পারেনি। শাহরুখের বক্তব্য , 'যখন আমরা স্বদেশ তৈরি করছিলাম তখন আমি আশুতোষ গোয়ারিকরকে বলেছিলাম , অন্য বাণিজ্যিক ছবিগুলোর মতো এই ছবিটা তেমন ব্যবসা করবে না।

কিন্ত্ত আশুতোষের সেই সাহস ছিল , আমার মতো এক স্টারকে দিয়ে ও ছবিটা বানিয়েছে। আমার মনে হয় এটাই সেলিব্রেট করা উচিত। যখন কোনও নতুন পরিচালক আসে, তারসঙ্গে নতুন ধরনের ছবিই করে নেওয়া উচিত।

তবে এই প্রসঙ্গে শাহরুখ এটাও বলেছেন , 'এখানে মননশীল দর্শকরা ওয়ার্ল্ড সিনেমা দেখে ভাবেন ভারতীয় সিনেমাকে সেই পর্যায়ে পৌঁছতে হবে। কিন্ত্ত দেশের মূল ধারার দর্শকরা এখনও বিনোদন বলতে নির্দিষ্ট পন্থা আর ভ্যালুতেই বিশ্বাসী। তাছাড়া ভাষা এখনও একটা বাধা। সবাই তো আর ইংরেজি বা স্প্যানিশ ছবি দেখে না। ছবি করিয়েরাও এই বিষয়টি সম্পর্কে সচেতন। ফিল্মমেকার একটা ছবি তৈরি করার সময় জানেন, এটা কোন ধরনের দর্শকদের জন্য তৈরি, আর তাদের জন্যই সেটা রিলিজ করা হয়।’
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে