শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০৩:৫৪:২৬

কতটা কষ্টে বেঁচে আছেন আসিফ, জানলে কান্না পাবে আপনারও

কতটা কষ্টে বেঁচে আছেন আসিফ, জানলে কান্না পাবে আপনারও

বিনোদন ডেস্ক : বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া, তা আর বলার অপেক্ষা রাখে না। কোটি কোটি গান পাগলদের মনে তিনি ঠাঁই করে নিয়েছেন নিজের অসাধারণ গায়কির যাদুতে। তার ভক্ত-শ্রোতার সংখ্যাও কিন্তু কম নয়। তবে তার ভক্তরা হয় তো জানেন না, আসিফ মাসের প্রায় সময়ই অসুস্থ থাকেন! আর সেটা কেন?

আজ শুক্রবার আসিফ তার ফেসবুক পেজে জানিয়েছেন তার অসুস্থার কথা। বলেছেন তার দিনরাত্রির যন্ত্রণাময় একেকটা ক্ষণের কথা। কতটা কষ্টে আর কতটা যন্ত্রণায় কাটে তার দিন রাত। তার মতে রাতে তিনি অনেকটাই জিন্দালাশের মতো পরে থাকেন বিছানায়। না ডান না বাম কোন পাশেই তিনি শুতে পারেন না। সোজা হয়েই ঘুমতো হয় তার। অাসিফের লেখা স্ট্যটাসটি তুলে ধরা হলো এমটিনিউজ-এর পাঠকদের জন্য।

‘সেই কবে ৮১ সালে ছাদ থেকে পড়ে গিয়েছিলাম ঘুড়ি ওড়াতে গিয়ে। ডঃ ফারুক বলেছিলেন-বয়স ত্রিশ পেরুলেই শুরু হবে শারীরিক যন্ত্রনা। ঘাড়ের তিনটা হাড় আঁকাবাঁকা, বাম বাহু থেকে পুরো হাত এক্স–রে রিপোর্টে আলগা দেখায়, বাম হাতের আঙ্গুল আগেই ভাঙ্গা। বাম পাশেও ঘুমোতে পারিনা, ডান পাশে ঘুমালে বাম হাত উল্টে যায়। সোজা হয়ে পড়ে থাকতে হয় জিন্দালাশের মত। এমনকি লেখার মত ক্ষমতাও থাকেনা ।

চয়ন বাংলাদেশের স্বনামধন্য ফিজিও থেরাপিষ্ট, সে আমার কাছে ম্যাজিশিয়ান। সেলিব্রিটি ক্রিকেট খেলার সময় পরিচয়, সে আগে থেকেই আমাকে ভালবাসে। সব সময় ব্যাথা উপেক্ষা করা যায় না, সহ্য করে যেতে হয়, তাইই করছি, তবে চয়নের হাতের ম্যাজিকে আশা জেগে ওঠে। কোন মতে দশটা দিন মাসে সুস্থ্য থাকলেই আমি আমার কাজগুলো করতে পারি । তবে ব্যাথা থাক বা না থাক অনুরোধের আসর গুলোতে উপস্থিতি চলছে, চলবে, নইলে আবার শিল্পী বিনয় প্রশ্নবিদ্ধ হবে ।

ব্যাথায় যন্ত্রনাকাতর হলে মনে হয় খরস্রোতা নদীটি এখন মৃত প্রায় । ফেসবুকে নাই কেন, নতুন গান বের হয়না কেন, দাওয়াতে যেতে পারিনা কেন !!! এ রকম নানান কেন’র উত্তর আমার প্রায় অসাড় শরীর তখন দিতে পারেনা। তবু মহান আল্লাহ চয়নকে পাঠিয়েছেন আমার জন্য, তাইতো রাজীবের ভাষায়- ‘একলা আমার দল’টা টিকে আছে কোন ভাবে। সব দিক থেকে ব্যাথা যতই বাড়ুক, শরীরের ব্যাথা প্রশমনের জন্য চয়ন তো আছেই। চয়নের জন্য শুধুই ভালবাসা।’
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে