বিনোদন ডেস্ক : এই তো সম্প্রতি খবর প্রকাশ হলো সালমান খানকে এবার ভিলেন চরিত্রে দেখা যাবে! আর সেটা দেখা মিলবে আলোচিত ‘ধুম’ সিরিজের পরবর্তী ছবি ‘ধুম-ফোর’-্এ। আর এমন খবর প্রকাশ হওয়ার পর বেশ উত্তেজিত তার ভক্ত অনুরাগিরা। তার মুখিয়ে আছেন, ভিলেন চরিত্রে ভাইজানকে কবে দেখতে পাবেন?
এদিকে এখব যখন চারিদেকে চাউড় হচ্ছে তখন সালমান ভক্তদের জন্য ডাবল ধামাক্কার মত খবর বের হয়েছে। মানে সালমান খান শুধু ‘ধুম-ফোর’ নয়, ‘রেস-থ্রি’তেও ভিলেন সালমান খান! এমন খবর নিশ্চয় সালমান ভক্তদের জন্য অত্যন্ত আনন্দেরই হবে। তাই না?
জানা গেছে, ইতিপূর্বে বলিউড ছবিতে আমির খান, শাহরুখ খানকে ভিলেন রূপে দেখেছেন তার ভক্তরা। সে মতে বাদ ছিলেন সালমান খান ভক্তরাই। এবার সালমান তার ভক্তদের সে আকাঙ্খা পুরণের জন্য চরিত্র নিয়ে এক্সপেরিমেন্টে নেমে পড়েছেন। ‘বাজরাঙ্গি ভাইজান’ এর আকাশ ছোঁয়া সাফল্যের পর দর্শক এখন অধীর আগ্রহে আছেন সালমানের পরবর্তী ছবি ‘সুলতান’ দেখার জন্য। সেখানে তাকে কুস্তিগিরের ভূমিকায় দেখা যাবে। কিন্তু তাতেও সন্তুষ্ট নন সল্লু মিয়াঁ।
এবার তিনি একেবারে নেগেটিভ চরিত্রে হাত পাকানোর কথাই ভাবছেন। ডিএনএ-তে প্রকাশিত একটি খবর অনুযায়ী যশ রাজ ফিল্মস সালমানকে ‘ধুম ৪’-এ নেগেটিভ চরিত্র অফার করেছে। এখানেই শেষ নয়। রমেশ তুরানিও তার আগামী ছবি ‘রেস ৩;-এ নেগেটিভ চরিত্রে অভিনয় করার জন্যে অনুরোধ করেছেন সালমান খানকে। এতে সালমানও প্রায় রাজি। 'কুল' আর 'স্টাইলিশ' ভিলেনের চরিত্রে নিজেকে যাচাই করে নিতে চান সালমান খান নিজেও।
‘রেস ৩’-তে তার কাজ করা প্রায় পাকা, কিন্তু যশ রাজের সঙ্গে এখনও কথা বার্তা চলছে... আমির খানের মতো তিনিও ছবির লাভের একটি অংশ দাবি করেছেন। লেনদেনের বিষয়টি পাকা হয়ে গেলেই কেল্লা ফতে। সব ঠিক থাকলে আগামী বছরেই একেবারে ভিন্ন রূপে সালমানকে দেখতে পাবেন তার অসংখ্য ভক্ত।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন