শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০৪:৪৭:৫৩

সন্তানদের প্রতি শাহরুখ খানের কড়া নির্দেশ, কেন?

সন্তানদের প্রতি শাহরুখ খানের কড়া নির্দেশ, কেন?

বিনোদন ডেস্ক :  বলিউডে তারকার সন্তানরাই পরবর্তীতে বলিউডের দখলদার হয়ে থাকেন। এমনটা বলিউড জন্মলগ্ন থেকেই। তারকার সন্তানরা তারকাই হন। আর তাই তো বলিউড কিং শাহরুখ খানের সন্তান বলিউডে পা রাখবেন, এটাই স্বাভাবিক। কিন্তু শাহরুখ খান কি চান? তিনি কি চান তার সন্তান বলিউড শাসন করুক?

শাহরুখ খান খুব ভালো করেই জানেন, তিন ছেলেমেয়ে যদি ভবিষ্যতে সিনে জগতে আসতে চায়, তাহলে তার অন্তত বাধা দেওয়ার কোনও কারণ থাকবে না। সত্যি বলতে কি খুশিই হবেন। তবে কিং খানের একটাই ইচ্ছে। বিনোদন দুনিয়ায় হাতেখড়ি হওয়ার আগে আরিয়ান এবং সুহানা যেন তাদের পড়াশোনার পর্ব শেষ করেন। পড়াশোনা অসম্পূর্ণ রেখে সিনেমায় আসাকে যে তিনি একেবারেই সমর্থন করবে না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন শাহরুখ খান।

একটি সাক্ষাত্‍‌কারে শাহরুখ খান জানিয়েছেন, 'আমি মনে করি পড়াশোনা করাটা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমার ছেলের দ্বাদশ শ্রেণী পাশ করে গেছে। এবার ওর চার বছরের কলেজ জীবন শুরু হবে। আমার মেয়ের স্কুল শেষ হতে এখনও দু'বছর বাকি আছে। তারপর ও কলেজে ভর্তি হবে। আমি আগেই বলে রেখেছি, অন্তত স্নাতক ওদের হতেই হবে। আর যদি ছবি নিয়ে প্যাশন থাকে তবেই যেন ওরা এই জগতে আসে। শুধুমাত্র দেখতে ভালো, বা ওরা শাহরুখ খানের ছেলেমেয়ে বলেই যেন এই জগতে না আসে।'

এই মুহূর্তে ছেলে আরিয়ানের ছবি নিয়ে বিশেষ উত্‍‌সাহ না থাকলেও মেয়ে সুহানার একান্ত ইচ্ছা অভিনয়ে আসার। তবে শাহরুখের বক্তব্য স্পষ্ট, ওরা এই জগতে আসলেও আমি খুশি হব, না আসলেও ওদের নিয়ে আমি সব সময়েই গর্বিত হব।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে