বিনোদন ডেস্ক : বলিউডে মায়াবি হাসির অধিকারী মাধুরী দীক্ষিত। তার বয়স এখন ৪৮। তাতে কি? এই বয়সে এসেও তার ভালা ছবিতে অভিনয় করার ক্ষিদে এখনও রয়েছে। আর তাই তো তিনি নিয়মিত সময় করে তার সমসাময়িক এবং অতীত দিনের সহ -অভিনেতাদের কাজ দেখেন।
সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি শাহরুখ খানের 'ফ্যান' দেখেছেন। দেখেছেন শুধু তাই নয়, রীতি মতো ‘ফ্যান’ দেখে তিনি মুগ্ধও হয়েছেন। তিনি জানিয়েছেন, 'ফ্যান দেখলাম। চমত্কার ছবি। তারকার ভক্তের ভূমিকায় শাহরুখ খান অনবদ্য। সুপারস্টার হিসেবে যে চরিত্রটি শাহরুখ করেছেন সেটিও অত্যন্ত ব্যালান্সড এবং কন্ট্রোলড। ছবিতে কোনও জায়গাতেই দেখানো হয়নি যে চরিত্রটি সেই অর্থে নাইস। চরিত্রটির নিজস্ব দোষ রয়েছে, ইগো রয়েছে, চরিত্রে রয়েছে অনেক ধূসর জায়গাও। আমি ব্যক্তিগত ভাবে অত্যন্ত ভাগ্যবান যে আমার তিন দশকের শো-বিজ কেরিয়ারে এমন অবসেসিভ ভক্ত একটিও পাইনি।
মাধুরী বলেন, আমাদের চারপাশে এমন অসংখ্য মানুষ থাকেন যারা ব্যক্তিগতভাবে আমাদের চেনেনই না। তারা আমাদের সিনেমার পর্দায় দেখেন , এবং আমাদের পছন্দ করতে শুরু করেন৷ তারা নিজেদের মতো করে আমাদের একটা চেহারা দিয়ে রাখেন, যেটা বাস্তবে আমরা আদৌ নই।’
'একটা সময় 'তেজাব ', 'রাম -লখন ', 'হাম আপকে হ্যায় কউন ' কিংবা 'বেটা ' ছবির নায়িকা হিসেবে মাধুরীকে চিনেছে দর্শক। বিয়ের পর সিনেমা জগত্ থেকে সরে গিয়েছিলেন কিছুদিন। কিন্ত্ত, ছেড়ে যাননি। আরও একবার ফিরে এসেছেন 'আজা নাচলে ', 'দেড় ইশকিয়া ' আর 'গুলাব গ্যাং ' ছবিতে অভিনয় করে।
মাধুরী বলেছেন , 'অভিনয় হল আমার প্রথম প্রেম। আমি তাই অপেক্ষায় থাকি একটা ভালো চিত্রনাট্যের। যে মুহূর্তে এমন চিত্রনাট্য হাতে আসে আমি তখনই হ্যাঁ বলে দিই। এখন আমি ব্যস্ত আছি নানা নাচের শো নিয়ে। নাচ হল আমার প্যাশন। প্রতিটা মানুষের মতো আমারও কিছু স্বপ্ন আছে। আমার সেই স্বপ্নের অনেকটা জুড়ে রয়েছে আমার পরিবার, আমার সন্তান। তাই আমি অপেক্ষা করেছি সন্তানদের বড় হওয়া পর্যন্ত। 'এই মুহূর্তে তিনি ব্যস্ত আমেরিকান রিয়েলিটি শো 'সো ইউ থিঙ্ক ইউ ক্যান ডান্স '-এর অনুকরণে একটি ভারতীয় সংস্করণে বিচারকের কাজে। তার সঙ্গে রয়েছেন কোরিওগ্রাফার টেরেন্স লুইস এবং বসকো মার্টিস। এবং অপেক্ষায় ভালো চিত্রনাট্যের।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন