শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০৫:৪৪:৩৯

আনুশকা বাদ! এবার বিরাটের সঙ্গে শ্রুতি হাসান

আনুশকা বাদ! এবার বিরাটের সঙ্গে শ্রুতি হাসান

বিনোদন ডেস্ক : বিরাট কোহলি আর আনুশকা শর্মার প্রেমের রসায়ন নিয়ে তামাম বলিউডেই চর্চা। কে না জানে তাদের প্রেম কাহিনী? আবার তাদের বিচ্ছেদ নিয়েও হৈচৈ কম নয়। তবে এই ফিরছেন তারা আবারও পুরনো সম্পর্কে! এমন চর্চাও চলছে। কিন্তু এরমধ্যেই নতুন খবর বের হলো!

সম্প্রতি খবর পাওয়া গেছে বিরাট কোহলির সঙ্গে নাকি নাম জড়িয়েছে কমল হাসানের মেয়ে শ্রুতি হাসানের! আর এর থেকে বাদ পড়েছেন আনুশকা শর্মা! ব্যাপারটা তবে কি? কারাই বা শ্রুতিকে জড়ালেন বিরাটের সাথে আর কারাই বা বাদ দিলেন আনুশকাকে?

না। এমন গল্প অবশ্য রিয়েল লাইফে নয়। রিল লাইফে। দিন কয়েকের মধ্যেই একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে বিরাট কোহলি ও শ্রুতি  হাসানকে। এর আগে বিজ্ঞাপনে বিরাট ও আনুশকাকে জুটি বাঁধতে দেখা গিয়েছিল। কিন্তু সম্প্রতি একটি বিজ্ঞাপনের ব্যাপারে বিরাটের সঙ্গে আনুশকা নন, উলটে শ্রুতি হাসানের সঙ্গেই চুক্তি সেরে ফেলেছেন বিজ্ঞাপনদাতারা।

কিন্তু কেন অানুশকাকে বাদ দেওয়া হল? বিরাটের সঙ্গে তার সম্পর্কের জল কতদূর গড়িয়েছে তার তল বোধহয় পেয়ে গিয়েছেন এ দেশের মানুষ। সেই কারণেই বিজ্ঞাপনদাতারা অানুশকাকে নয়,  শ্রুতিকেই বেছে নিয়েছেন কোহলির পার্টনার হিসেবে। শ্যুটিংয়ের দিনক্ষণও স্থির হয়ে গিয়েছে। বিরাট ও শ্রুতি হাসান ছাড়াও বিজ্ঞাপনে দেখা যাবে ক্রিস গেইল ও এবি ডিভিলিয়ার্সকে।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে