বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় ‘ধুম’ সিরিজের পরবর্তী ছবি ‘ধুম-ফোর’-এ ভিলেন হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। এখবর ইতিমধ্যেই রটে গেছে সারা বিশ্বে ভাইজানের ভক্তদের কাছে। তবে এ খবর ছড়ানোর পর থেকে একটাই প্রশ্ন ঘুরছিল, সালমানের বিপরিতে কে থাকছেন নায়িকা?
এদিকে ভাইজানারে নায়িকা কে থাকছেন এ নিয়ে যখন সবার মাঝে যখন দারুণ জল্পনা। তখন প্রকাশ পেল কে থাকছেন তার নায়িকা হিসেবে। আর সেটা চমকে যাওয়ার মতই খবর বটে। সত্যি সত্যি দারুণ খবর।
বলিউডে অনেক নতুন নায়িকার এন্ট্রি মানেই বেশিরভাগ ক্ষেত্রে তা কোনও না কোনও খান-সাহেবের হাত ধরেই হবে। এই বছরে বলিউডে অনেক নতুন জুটিকে দেখা গেল। পরিচালক প্রযোজকেরাও আর একঘেয়ে জুটিতে ছবি করতে রাজি নন। তারাও চাইছেন ফ্রেস মুখ। আর তাই তো সে কথা মাথায় রেখেই নতুন একটি মুখ আবিষ্কার করতে চাচ্ছে যশ রাজ ফিল্মস।
সূত্র বলছে, এবার সালমান খানের বিপরীতে যশ রাজ চিন্তা করছেন বানি কাপুরকে। সম্প্রতি এই উঠতি নায়িকার বলিউড জার্নিটা বেশ রোম্যান্টিকই হয়ে উঠছে। প্রথমে সুশান্ত সিং রাজপুত। তারপর রণবীর সিং। আর এবার যদি তার নায়ক হয় সালমান খান! তবে তো তার লটারি লেগে গেল।
বলিউডের মোস্ট এলিজিবেল ব্যাচেলরের সঙ্গে এবার স্ক্রিন শেয়ার করবেন তিনি। যদিও এই বিষয়ে যশ রাজ ফিল্মের পক্ষ থেকে এখনও নির্দিষ্ট কোনও খবর আসেনি। তবুও বানি-সালমানকে একসঙ্গে দেখতে খুবই উত্সাহী তাদের ভক্তরা।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন