শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০৮:০২:৪৯

বিশ্বখ্যাত পপস্টার প্রিন্সের মৃত্যুতে ওবামার শোক প্রকাশ

বিশ্বখ্যাত পপস্টার প্রিন্সের মৃত্যুতে ওবামার শোক প্রকাশ

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত মার্কিন পপস্টার ও ইতিহাসের অন্যতম সফল সুরকার প্রিন্স রজার্সের মৃত্যু হয়েছে গতকাল।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

মার্কিন পপ তারকা প্রিন্স রজার্স নেলসনকে যুক্তরাষ্ট্রের মিনোসেটা অঙ্গরাজ্যে তার পেইসলি পার্ক এস্টেটের একটি লিফটের ভেতরে বৃহস্পতিবার মৃত অবস্থায় পাওয়া যায়।  তার মৃত্যু রহস্যময় বলে মনে করছেন অনেকে।  প্রতিভাবান এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বিশ্বের কোটি কোটি শ্রোতা এবং সঙ্গীতজ্ঞরা।

প্রিন্স ১৯৮০ সালের দিকে ‘১৯৯৯’, ‘পার্পল রেইন’ এবং ‘সাইন ও' দ্যা টাইমস’ নামের বেশকিছু গানের অ্যালবাম বের করার পর রীতিমত তারকা বনে যান।  তার আকস্মিক মৃত্যুর কোন কারণ খুঁজে পাওয়া যায়নি।  তবে আজ শুক্রবার তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে জানা গেছে।

তার মৃত্যুতে প্রেসিডেন্ট বারাক ওবামা শোক প্রকাশ করে বলেছেন।  তিনি বলেছেন, আমরা পৃথিবী আরেকজন সৃষ্টিশীল মানুষকে হারালো। প্রিন্সের সঙ্গীতকর্মের মধ্যে বিশেষত্ব ছিল।  

তিনি রক, ফাংক, জ্যাজ সঙ্গীত করেছেন।  তার জীবদ্দশায় ১০ কোটি রেকর্ড বিক্রি করেছেন। ৩০টি অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।  লেটস গো ক্রেজি ও হোয়েন ডাভস ক্রাই তার অন্যতম জনপ্রিয় অ্যালবাম।

শুধু আমেরিকা-ইউরোপেই নয়, পপস্টার প্রিন্সের মৃত্যুতে শোক ছুঁয়ে গেছে বলিউডকেও।  তার মৃত্যুর পর বলিউড কিং শাহরুখ, প্রিয়াঙ্কা চোপড়া এবং বরুন ধাওয়ানের মত অভিনেতা-অভিনেত্রীরাও সোশাল সাইটে নিজেদের শোক প্রকাশ করেছেন।

প্রিন্সের জন্ম ১৯৫৮ সালে।  তিনি চমৎকার সব গান লিখেছেন।  এই শিল্পীর পার্পল বা বেগুনী রঙ খুব পছন্দ ছিল।  যে কারণে বেগুনী রঙের আলোকছটায় তাকে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছে বিশ্বের সব নামিদামি শিল্পী ও ভক্তরা।  
২২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে