শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০৮:২৩:২০

অবশেষে প্রিয়াঙ্কার কাছে হেরে গেলেন নরেন্দ্র মোদি!

অবশেষে প্রিয়াঙ্কার কাছে হেরে গেলেন নরেন্দ্র মোদি!

বিনেদান ডেস্ক : তার লড়াইটা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। অবশেষে তিনি মোদিকে হারিয়ে দিলেন এবং জিতে গেলেন নিজেই। তিনি সাবেক বিশ্বসুন্দরী এবং বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। টাইমসের সবথেকে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ঢুকে গেলেন সুন্দরী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু ঠাঁই হল না তারই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

হলিউডে পা রাখার পর থেকে একের পর এক পালক জড়ো হচ্ছে প্রিয়াঙ্কার মুকুটে। অস্কারের মঞ্চ থেকে জাতীয় পুরস্কারের মঞ্চ সর্বত্র বিচরণ করছেন এই বলিউডের পিগি চপস। তবে গণ্ডীটা আর শুধু অভিনয়ে আটকে থাকল না। এবার তার নাম উঠে গেল টাইমসের সবথেকে প্রভাবশালী ১০০ ব্যক্তির মধ্যে। প্রিয়াঙ্কা ছাড়াও এই তালিকায় আছে আরো কিছু ভারতীয়র নাম।

এই তালিকায় রয়েছেন, রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন, টেনিস তারকা সানিয়া মির্জা, গুগল সিইও সুন্দর পিচাই এবং ফ্লিপকার্ট মালিক বিনি বনসাল ও শচীন বনসাল। সম্ভাব্য তালিকায় থাকলেও মূল তালিকায় স্থান হল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গত বছর এই তালিকায় তিনি ছিলেন।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে