বিনোদন ডেস্ক : সময় একেবারে নেই বললেই চলে। আর মাত্র আটদিন। তারপরই সাতপাকে বাধা পড়তে চলেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। কিন্তু তার আগে রয়েছে বিয়ের নানা অনুষ্ঠানিকতা। ২৯ এপ্রিল জুহুর ভিলা ৬৯-এ মেহেন্দির অনুষ্ঠানের আয়োজন করেছেন নায়িকা। তবে ভালবাসার লাল রঙে নয়। বিপস গোলাপি রঙে রাঙিয়ে তুলতে চান এই বিশেষ দিনটি।
বিপাশার মেহেন্দি অনুষ্ঠান থিম বেস। গোলাপি আলো, গোলাপি ফুল, গোলাপি পোশাকে পিঙ্ক মেহেন্দি পার্টি। আসলে বঙ্গ ললনার পছন্দের রংটি গোলাপি। তাই মেহেন্দি অনুষ্ঠানটি পিঙ্ক থিমে রাখছেন অভিনেত্রী।
আগামী ত্রিরিশে এপ্রিল সিঙ্গেল খ্যাতাব ডাকা পড়তে যাচ্ছে। আর তার নামের যুক্ত হতে যাচ্ছে ডাবলের খ্যাতাব। পাত্র সবারই পরিচিত মুখ বলিউড পাড়ার ড্যাশিং নায়ক করণ সিং গোভার। তবে বিপাশার বিয়েতে তেমন কোনো জাঁকজমক থাকছে না। কেবল কাছের কিছু বন্ধু ও পরিবারের সদস্যরাই থাকছেন বিপাশার বিয়েতে।
জানা গিয়েছে, বিপাসার বাড়িতেই সম্পূর্ণ বাঙালি মতে সারা হবে বিয়ের অনুষ্ঠান। যদিও বিয়ে সারার পর মুম্বাইতে গ্রান্ড রিসেপশন হবে করণ-বিপাশার। সেদিন বন্ধুবান্ধবদের সঙ্গে বলিউডের তারকারাও উপস্থিত থাকবেন।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই