বিনোদন ডেস্ক : এবার বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে পাশবিক নির্যাতনের অভিযোগ আনলেন এক তরুণী। বিগ বসের অন্যতম প্রতিযোগী ওই মডেল দিল্লির সিআর পার্ক থানায় সালমানের বিরুদ্ধে পাশবিক নির্যাতনের অভিযোগে এফআইআর দায়ের করেছেন।
এফআইআরে ওই মডেল জানান, শুধু সালমান খানই নন, বিগ বসের সেটে থাকা তার সাঙ্গোপাঙ্গোরাও এ কাজে শামিল হন। ওই তরুণী মডেলের কথা অনুযায়ী, প্রথমে সালমানের লোকজন তাকে 'কালো জাদু' করেন। তারপরই সুযোগ বুঝে সালমান খান তাকে হেনস্থা করেন।
অমর উজলার বরাত দিয়ে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
তার বক্তব্য, এতদিন সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি বলেই সালমানের বিরুদ্ধে এফআইআর করতে দেরি হয়ে গেছে। তার কথায়, মন থেকে সায় পাওয়ার পরই ঘটনাটি চাপা না রেখে সিআর পার্ক থানায় অভিযোগ রুজু করেছি।
বলিউডের এ নায়কের বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম নয়, এর আগেও একবার তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছিল।
এ মুহূর্তে সালমান খান তার নতুন ছবি সুলতানের শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় অভিযোগ প্রসঙ্গে তার বক্তব্য জানা যায়নি। তবে ঘটনা
কতটুকু সত্য তা তদন্তেই বেরিয়ে আসবে।
২২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম