বিনোদন ডেস্ক : স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে এই প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এর নাম ‘ভালোবাসার শহর- সিটি অব লাভ’। এটি নির্মাণ করেছেন কলকাতার ইন্দ্রনীল রায় চৌধুরী। স্বল্পদৈর্ঘ্যের এ চলচ্চিত্রে জয়া ছাড়াও আরো অভিনয় করেছেন হৃতিক চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায় ও সোহেলি সরকার। আগামী মাসের শেষদিকে এটি ইউটিউবে মুক্তি পাবে বলে জানিয়েছেন জয়া।
এ চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে জয়া আহসান লেন, এবারই প্রথম কোনো শর্টফিল্মে অভিনয় করেছি। গল্পটি খুব চমৎকার। তবে কি ধরনের গল্প কিংবা এতে আমার চরিত্রটা কি এসব এখনই বলা যাবে না। দর্শকের জন্য চমক হিসেবে থাকলো। তবে আশা করছি উপভোগ্য হবে চলচ্চিত্রটি।
এদিকে সমপ্রতি পয়লা বৈশাখ উপলক্ষে বাংলাদেশে মুক্তি পেয়েছে তার অভিনীত আলোচিত ছবি পূর্ণদৈর্ঘ্য ‘প্রেমকাহিনী টু’। মুক্তির পর এটি দারুণ প্রশংসিত হয়েছে। বিশেষত জয়ার অভিনয় দর্শকের নজর কেড়েছে। এ মুহূর্তে দেশে ‘খাঁচা’ নামের একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। হাসান আজিজুল হকের গল্প নিয়ে নির্মাণাধীন এ ছবিটি পরিচালনা করছেন আকরাম খান। দেশ ভাগের গল্প নিয়ে ছবিটি তৈরি হচ্ছে।
দেশীয় চলচ্চিত্রে মিডিয়ায় জয়ার পথচলা দীর্ঘদিনের। টিভি অঙ্গনে দারুণ পারফর্ম করার পর নাম লেখান চলচ্চিত্রে। সেখানেও সফল এ অভিনেত্রী। জয়া অর্জন করেছেন দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেসব গল্প সবারই জানা। গত কয়েক বছরে জয়ার নামের পাশে ‘দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী’ বিশেষণটিও জুড়ে আছে। কারণ তিনি বাংলাদেশে যেমন সফল, তেমনি পাশের দেশ কলকাতায়ও সমান জনপ্রিয়।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই