শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬, ০১:৪৯:৪৮

ঠিক রাত দশটায় আপনাকে গল্প শোনাবেন সানি লিওন!

ঠিক রাত দশটায় আপনাকে গল্প শোনাবেন সানি লিওন!

বিনোদন ডেস্ক : কি আপনি গল্প শুনতে ভালবাসেন? আর সে গল্প যদি শোনান সানি লিওন, কেমন হয় বলুন তো? যেন মেঘ না চাইতে বৃষ্টি।

ঠিক এই সুযোগই আপনি পেতে পারেন প্রতিদিন রাত দশটায়। ফোনে আপনাকে গল্প শোনাবেন খোদ সানি। কিন্তু কী ভাবে?

সানি এ বার অভিনয়ের পাশাপাশি বইও লিখছেন। ‘জুগারনট’ নামের একটি অ্যাপে ডিজিটালি সেই বই প্রকাশ পেয়েছে। যার নাম রাখা হয়েছে ‘সুইট ড্রিমস।’ এই অ্যাপ ডাউনলোড করলেই প্রতি রাতে শুনতে পাবেন সানির গল্প।

সানির কথায়, ‘আইডিয়াটা আমার খুব ভাল লেগেছে। এ ভাবে খুব সহজে দর্শকদের কাছে পৌঁছানো যাবে। আশা করছি একটা ভাল অভিজ্ঞতা হবে।’

কী ধরনের গল্প লিখছেন সানি?

নায়িকা জানিয়েছেন, পুরুষ, মহিলা সকলের মানসিকতা থেকে বিষয় ভেবে গল্প লিখছেন তিনি। মানুষের অনুভূতি, আশা— এ সব কিছু নিয়েই গল্পের জাল বুনেছেন তিনি।
২৩ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে