শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬, ০৮:৪৭:৫৮

বেগম কারিনাকে নিয়ে যত বিতর্ক

বেগম কারিনাকে নিয়ে যত বিতর্ক

বিনোদন ডেস্ক : কারিনা কাপুর সাইফ আলী খানকে বিয়ে করে ‌‘খান’ শব্দটি যুক্ত করেছেন তার নামের সাথে। এর ফলে তিনি এখন কারিনা কাপুর খান। নবাব বাড়ির বধূ, তাই অনেকে তাক বেগম বলেও ডাকেন। অর্থাৎ বলিউড বেগম কারিনা কাপুর খান।

বলিউডে স্পষ্টবাষী হিসেবে তার একটা খ্যাতি রয়েছে। তিরি রাখঢাক পছন্দ করেন না। সোজাসাপ্টাই তার পছন্দ। আর তাই তো শহীদ কাপুরের সাথে যখন প্রেম ছিল তার তখন সে সম্পর্ক নিয়ে কখনোই তিনি লুকোচুরি করেননি। আবার যখন বিচ্ছেদ হল তখনও যা বলেছেন সবটাই সোজাসুজি। যদিও এসব নিয়ে নানা বিতর্ক হয়েছে। কিন্তু, তারপরও দমে যাননি কারিনা, বেশ কিছু ব্যবসা সফল ছবি উপাহার দিয়েছেন তিনি।

এদিকে বিয়ের পর অবশ্য একটু বেছেই অভিনয় করছেন। গল্পের স্ক্রিপ্ট দেখে হ্যা বলছেন। সে যা-ই হোক না কেন, কারিনা কিন্তু সব সময় নিজের ধুনেই থাকতেই পছন্দ করেন। এমনকি, শাহীদ কাপুর যখন বাবা হতে চলেছে, তা নিয়েও কিন্তু পটপট করে তিনি মুখ খুলেছেন। নতুন কিছু তার মুক্তি পাক আর না পাক, কারিনাকে নিয়ে যেন সদাই ব্যস্ত বলিউড। বরাবরই তিনি আলটপকা মন্তব্যের জন্য এক্কেবারে প্রথম সারিতে। তা হলেও তিনি কারিনা কাপুর খান।

আর সেই কারিনার জীবন ঘিরে এমন কিছু বিতর্ক রয়েছে, যা তার পিছু ছাড়তে চায় না কখনওই। কারিনা সিনেমা নিয়ে বরাবরই বেশ নাক উঁচু। ‘হাম দিল দে চুকে সানাম’, ‘কাল হো না হো’, ‘রামলীলা’, ‘কহো না প্যার’ হে-র মত বেশ কিছু বড় সিনেমাকে তিনি না করে দিয়েছেন। শুধু তাই নয়, ওই সব সিনেমায় না করার পর সপাটে জানিয়ে দিয়েছেন, ‘অন্যদের কাজ দিতে আমি গর্ববোধ করি। বড় সিনেমাতে না করেছি বলেই না তারা স্টার হয়েছেন।’

কারিনা কাপুরের এই আলটপকা মন্তব্যগুলোর পরও, কিন্তু, পরিচালক প্রযোজকরা তাকে সই করানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন। আর তাই, বেবো বেগম খুব সহজেই বলে দেন, ‘আমি তাদের সঙ্গেই কাজ করি, যারা আমার সুবিধা অসুবিধা দেখে সিডিউল করেন। আমার প্রয়োজন মত যারা কাজ করেন।’

কারিনা সঙ্গে কাজ করতে গিয়ে ফ্যাসাদে পড়েছেন অনেকেই। তার মধ্যে অন্যতম হলেন বং বিউটি বিপাশা বসু। আজনবি-তে অভিনয়ের সময় বিপাশার সঙ্গে বেশ বিতর্কে জড়িয়ে পড়েন করিনা। শুধু তাই নয়, বিপাশার গায়ের রঙ নিয়ে কটাক্ষ করে তাকে ‘কালি বিল্লি’ বলেও আক্রমণ করেন।

শাহীদ কাপুরের সঙ্গে সম্পর্ক থাকাকালীন তাদের অনেক জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে। এমনকি, বেশ কিছু জায়গায় তাদের ঘনিষ্ঠভাবেও দেখা গিয়েছে। যার মধ্যে অন্যতম হল, শাহীদের সঙ্গে কারিনার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে এমএমএস বিতর্ক। যা নিয়ে ওই সময় তোলপাড় হয়ে যায় বি টাউন।

বিপাশা বসুর মত প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও একবার কারিনার ক্যাটফাইট শুরু হয়। প্রিয়াঙ্কার হিন্দি উচ্চারণ নিয়ে একবার বেজায় কটাক্ষ করেন কারিনা। যদিও, ওই সময় প্রিয়াঙ্কাও পালটা জবাব দিয়েছিলেন বেবোকে।

জন আব্রাহামের সঙ্গে বিপাশা বসুর সঙ্গে সম্পর্ক থাকাকালীন জনকে নিয়েও একবার কটাক্ষ করে বসেন কারিনা। প্রশ্ন তোলেন জনের অভিনয় দক্ষতা নিয়ে। জন অবশ্য বিষয়টি নিয়ে ওই সময় কোনও মন্তব্যই করেননি।
২৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে